হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় শামীম আহমেদ নামে এক আইনজীবীকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শামীম আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম বলেন, ‘‘গতরাতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ওই আইনজীবীকে আটক করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে মারধর করে তারা।’’

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকজনের হাত থেকে শামীম আহমেদকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে তদন্ত চলছে।’’

ঢাকা/মামুন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম

এছাড়াও পড়ুন:

রিমান্ড শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী সুজন আবার কারাগারে

তিনদিনের রিমান্ড শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান রিমান্ড শুনানি শেষে পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজ ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শনিবার বিকেলে তাকে রিমান্ডের জন্য পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ।

পঞ্চগড় জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল বলেন, আজকে যেহেতু আসামি পক্ষের কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি এজন্য আমরাও কোনো বিরোধিতা করিনি। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, তিন দিনের রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন। কাল মঙ্গলবার আদালতে তার জামিন আবেদন করা হবে।

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট থেকে নিখোঁজ হন আল আমিন নামে এক ইজিবাইক চালক। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘এই ফটো তোলোস কেন?’ সাংবাদিকদের শাহজাহান ওমর
  • দ্বন্দ্বের জেরে হচ্ছে না চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন
  • রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান
  • কারাগারে সাবেক মন্ত্রী নুরুজ্জামান
  • চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেট ঊর্মির বিচার শুরু
  • মানহানির মামলায় সেই ‘ম্যাজিস্ট্রেট’ ঊর্মির বিচার শুরু
  • সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও তার ভাই ৩ দিনের রিমান্ডে
  • রিমান্ড শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী সুজন আবার কারাগারে