ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। শ‌নিবার (১ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ১০ টা থে‌কে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় ব‌লে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন।

ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকা প‌ড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো.

সালাহউদ্দিন জানান, সন্ধ্যার পর থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। রাত সা‌ড়ে ১০ টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ‌ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা প‌ড়েছে। কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হ‌বে ব‌লে জানায় এই কর্মকর্তা।

ঢাকা/রবিউল/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ লতদ য়

এছাড়াও পড়ুন:

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রোববার দিবাগত রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সোমবার রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এসময় যাত্রী ও যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে ৭টি ফেরি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া এবং ৭ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চালু
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
  • ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ