Risingbd:
2025-04-14@10:34:27 GMT

সেরা চারে কে কার মুখোমুখি

Published: 2nd, February 2025 GMT

সেরা চারে কে কার মুখোমুখি

শেষের দ্বারপ্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারতম আসর। ৪৬ ম‌্যাচের বিপিএলের ৪২ ম‌্যাচ শেষ হয়েছে। বাকি চার ম‌্যাচ। দুইটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

সাত দলের বিপিএল শুরু হয়েছিল গত ৩০ ডিসেম্বর। নানা ঘটনা-অঘটন, নাটকীয়তা-উন্মাদনা-উত্তেজনা ছড়িয়ে শেষ হওয়া ৪২ ম‌্যাচের পর প্রতিযোগিতায় টিকে আছে এখন চার দল। যারা শিরোপার লড়াইয়ে আগামীকাল সোমবার থেকে মাঠে নামবে।

এদিন খেলা হবে দুইটি। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম‌্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস খেলবে প্রথম কোয়ালিফায়ার। ১২ ম‌্যাচে নয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তামিমের বরিশাল। যারা গতবার জিতেছিল শিরোপা।

তাদের পরই আছে বিপিএলে ফেরা চিটাগং কিংস। ১২ ম‌্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। এই দুই দল শীর্ষ দুইয়ে শেষ করায় তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

এলিমিনেটর ম‌্যাচে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে। তারা তিন ও চার নম্বরে থেকে সেরা চার নিশ্চিত করেছে।  এলিমিনেটরের বিজয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। পরাজিত দল ছিটকে যাবে শিরোপা লড়াই থেকে।

প্রথম কোয়ালিফায়ার সোমবার সন্ধ‌্যা সাড়ে ছয়টায় শুরু হবে। এমিলিনেটর ম‌্যাচ হবে দুপুর দেড়টায়।

এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের চার দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ‌্যান ১-১ এ সমতায় রয়েছে। রংপুর প্রথম দেখায় খুলনাকে ৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় খুলনা প্রতিশোধ নেয় ৪৬ রানের বড় জয়ে।

চিটাগং কিংস গতকাল রাতে ফরচুন বরিশালের টানা ছয় জয়ের মিছিল থামিয়েছে। ২৪ রানে তারা ম‌্যাচ হেরেছে। এর আগে প্রথম দেখায় বরিশাল জিতেছিল ৬ উইকেট।

মুখোমুখি অবস্থান সমতায় থাকায় ‘ডু অর ডাই’ ম‌্যাচে লড়াইটা তীব্র হবে তা বলার অপেক্ষা রাখে না।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম ক য় ল ফ য় র

এছাড়াও পড়ুন:

সেনাপ্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি জাতীয় মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনার আয়োজন করে। সেখানে সেনাপ্রধান অনুষ্ঠানমালা উপভোগ করেন।

সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময়ন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আরো পড়ুন:

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

নাটোরে সাংবাদিকের ওপর হামলা: বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ 

দেশজুড়ে নববর্ষ উদযাপন হচ্ছে। পয়লা বৈশাখে ঐক্য, সম্প্রীতির বার্তা এবং অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা উচ্চারিত হচ্ছে উৎসব উদযাপনের আয়োজনগুলোতে।

পয়লা বৈশাখে ঢাকার জাতীয় গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় নববর্ষ উদযাপন চলছে।

জাতীয় মন্দিরে নববর্ষের অনুষ্ঠান মঞ্চে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। 

এ সময় দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা  দেন তিনি।
 

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ