কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে কী অভিযোগে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল, তা এখনও জানা যায়নি। স্বজনের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না তৌহিদ। বাবার কুলখানির জন্য চট্টগ্রামের কর্মস্থল থেকে বাড়ি এসেছিলেন। হেফাজতে যৌথ বাহিনীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।

তৌহিদের মৃত্যু ঘিরে এলাকাসহ সারাদেশে তোলপাড় ও প্রতিবাদের ঝড় বইছে। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছে। সরকার এরই মধ্যে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সেনাক্যাম্পের কমান্ডার প্রত্যাহার করার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের এ ছাত্রীর মৃত্যুর প্রায় ৯ বছরেও মামলাটির তদন্ত শেষ হয়নি। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর পর নতুন করে তনুর ঘটনাও আলোচনায় এসেছে।
তৌহিদের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রাম। দোষীদের বিচার দাবিতে গতকাল শনিবার সকালে গ্রামে ও দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। বিকেলে বাবার কবরের পাশে তৌহিদকে সমাহিত করা হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশ নেন তৌহিদের স্ত্রী ইয়াসমিন নাহার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামীর কোনো অপরাধ ছিল না। সেনাবাহিনী আশ্বস্ত করেছিল, তাঁকে কিছুই করবে না। আমিও বিশ্বাস করেছিলাম। কিন্তু তারাই আমার স্বামীর পুরো শরীরে নিষ্ঠুর নির্যাতন ও বিদ্যুতের শক দিয়ে হত্যা করেছে। আমার চার সন্তানকে এতিম করা হলো কেন? আমি জড়িতদের কঠিন বিচার চাই।’

এ সময় পাশেই অ্যাম্বুলেন্সে ছিল তৌহিদের মরদেহ। সেখানে মায়ের সঙ্গে কাঁদছিল চার মেয়ে। তৌহিদের বড় মেয়ে তাসফিয়া আক্তারের বয়স ১৪ বছর। কাঁদতে কাঁদতে তাসফিয়া বলে, ‘আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। ভালো বাবাটাকে নির্যাতন করে হত্যা করা হলো। আমরা চার বোন এতিম হয়ে গেছি।’

মানববন্ধনে স্বজন ও এলাকার হাজারের বেশি মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানান। সকাল ১০টার দিকে ইটাল্লা গ্রামের সড়কেও লাশবাহী গাড়ি রেখে মানববন্ধন করেন শত শত মানুষ।
ইয়াসমিন বলেন, ‘সেনাবাহিনীর পোশাক ছাড়াও বৃহস্পতিবার রাতে মুখ ঢাকা কিছু লোক সাদা পোশাকে ছিল। তারাই বলেছিল, আমার স্বামী নাকি অস্ত্র ব্যবসা করে। তুলে নেওয়ার পরদিন সকাল সাড়ে ৮টার দিকে আবারও সেনাবাহিনীর লোকজন তাঁকে (তৌহিদ) গাড়িতে রেখে আমাদের ঘরে তল্লাশি করে। তখন আমার স্বামী অর্ধচেতন ছিলেন। পরে হাসপাতালে মারা গেলে আমাদের খবর দেয়।’ তিনি আরও বলেন, ‘তাঁর কোমর থেকে পায়ের তলা পর্যন্ত পেটানো হয়েছে, কালো-ফোলা জখমের চিহ্ন ছিল। পেট, বুক, পিঠ, পা, গলাসহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন।’

তৌহিদের সঙ্গে প্রতিবেশী লুৎফুর রহমানকেও আটক করা হয়। মানববন্ধনে তিনি বলেন, ‘পুলিশে হস্তান্তরের আগ পর্যন্ত তৌহিদকে নির্যাতন করা হয়। তিনি দাঁড়াতেই পারছিলেন না। সকালে গোমতীতে নামিয়ে গোসল করানোর পর নামাজ পড়তে বলা হয়েছিল। আমি নামাজ পড়েছি, তৌহিদ দাঁড়াতেই পারেনি।’

কী ঘটেছিল সেই রাতে
তৌহিদের ভাই সাদেকুর রহমান বলেন, ২৬ জানুয়ারি বাবা মারা যান। বৃহস্পতিবার ছিল কুলখানি। সেদিন রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন। তাদের সঙ্গে সাদা পোশাকে পাঁচ যুবক ছিলেন। বাড়িতে প্রবেশ করেই তারা অস্ত্র খোঁজার কথা বলে তৌহিদকে আটক করেন। এর পর সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন। ঘরে ব্যাপক তল্লাশি চালান। বারবার বলতে শোনা যায়, অস্ত্র-গুলি কই? আমার ভাই কোনো দিন অস্ত্র ধরেও দেখেনি। তাঁর সঙ্গে এলাকার কারও রাজনৈতিক বিরোধ ছিল না। তবে গ্রামের একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তারাই হয়তো মিথ্যা অভিযোগ দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে এ কাজ করিয়ে থাকতে পারে, যা তদন্ত করলে বের হবে।

গত বৃহস্পতিবার গভীর রাতে পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে তৌহিদকে বাড়ি থেকে তুলে নেয় যৌথ বাহিনী। তিনি যুবদলের রাজনীতির পাশাপাশি চট্টগ্রামে একটি বেসরকারি শিপিং কোম্পানিতে চাকরি করতেন।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় জিডি হয়েছে, তদন্ত চলছে। তবে মৃতের পরিবার অভিযোগ করেনি। তৌহিদের বিরুদ্ধে ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা ছিল বলে জানান তিনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তৌহিদকে পুলিশের কাছে হস্তান্তরের সময় তিনি অচেতন ছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার
যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, ড.

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন।

এতে আরও বলা হয়, দেশে এ ধরনের অপরাধের বিচারিক প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে একাধিক কমিশন করেছে। এসব কমিশনের বেশির ভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ করবে।

ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, তদন্তে কমিটি: আইএসপিআর
আইএসপিআর গতকাল এক বিবৃতিতে বলেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুল ইসলামকে আটক করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই সেনাক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের প্রতিবাদ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সমর্থন পাওয়া অন্তর্বর্তী সরকারের সময়ে এমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দুর্ভাগ্যজনক। ফেরিফায়েড ফেসবুক পেজে জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান লে‌খেন, পরিবর্তিত বাংলাদেশে এটি মোটেই কাম্য নয়। এমন ঘটনা কেউ দেখতে চায় না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত।

অধ্যাপক আনু মুহাম্মদের পাঠানো বিবৃতিতে যৌথ বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রদ করে ব্যারাকে ফেরত এবং ধর্ম-জাতি-লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা তুলির পাঠানো বিবৃতিতে দাবি করা হয়, যৌথ বাহিনীর অভিযানে হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে; ডিজিএফআই-র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে; যৌথ বাহিনীর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই সংস্কৃতি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বিবৃতিতে যুবদল নেতার মৃত্যুর ঘটনাকে বিচারবহির্ভূত হত্যা উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবৃতিতে বলেছেন, কোনো অবস্থায় এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ক কম ন ড র র রহম ন ল ইসল ম সরক র র ব যবস অপর ধ র ঘটন য বদল তদন ত

এছাড়াও পড়ুন:

পর্দানশীল নারীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে শহরে মানববন্ধন 

ধর্মীয় ও ব্যক্তিগত অধিকার অক্ষুন্ন রেখে পর্দানশীল নারীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলা পর্দানশীল নারী সমাজ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এই কর্মসূচী পালন করেন অর্ধ শতাধিক পর্দানশীল নারী।

মানববন্ধন ও সমাবেশ শেষে অধিকার প্রতিষ্ঠার ৩ দফা দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জেলা নির্বাচন অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। 

পর্দানশীল নারী সমাজের পক্ষে জেলা সদরের ফতুল্লা থানার সিয়াচর তক্কার মাঠ এলাকার মিসেস আব্দুল লতিফ, আহম্মেদ মুক্তা, রিতা আক্তার, মুহম্মদ ফজলুল করিম এই স্মারকলিপি প্রদান করেন।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও ধর্মীয় বিধিবিধান মেনে চলতে পর্দা করা ও ছবি তুলতে অসম্মতির কারণে পর্দানশীল নারীরা গত ১৬ বছর ধরে জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না।  

ফলে ব্যাংক লেনদেন, নমিনি, পেনশন, সরকারী ত্রান সহায়তা ও জমি-ক্রয়-বিক্রয় সহ সব ধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পাশাপাশি ভোটের অধিকার প্রয়োগ থেকেও ১৬ বছর ধরে বঞ্চিত হয়ে আসছেন তারা। 

পর্দানশীল নারীদের অভিযোগ, শিক্ষিত হয়েও তাদের মানবাধিকার হরণ সহ সমাজে নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই পর্দানশীল নারীরা যারা ছবি তুলতে রাজি নন তাদের আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদান করে রাষ্ট্রীয় নিবন্ধনভুক্ত করার দাবি জানান বক্তারা। 

এসময় পর্দানশীল নারী সমাজ তাদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন । 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সংঘর্ষের তিন দিন পরও কমেনি উত্তেজনা
  • কারাফটকে বিক্ষোভের পর মুক্তি পেলেন মাওলানা মুহিবুল্লাহ
  • ইবির নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান দাবি
  • ইবি প্রক্টরের ওপর হামলার অভিযোগে মানববন্ধন
  • শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবিতে মানববন্ধন
  • ফলের বাড়তি শুল্ক প্রত্যাহার না হলে সরবরাহ বন্ধ
  • পর্দানশীল নারীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে শহরে মানববন্ধন 
  • যুবদল নেতা তৌহিদ হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন