ইবি রেজিস্ট্রারের কার্যালয় ভাঙল ছাত্রদল, পদ ছাড়তে হুমকি
Published: 2nd, February 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রারকে পদ ছাড়তে হুমকি ও তাঁর কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তাঁর কার্যালয়ে নাশতা করছিলেন। এ সময় ছাত্রদলের ১০-১২ নেতাকর্মী তাঁর কক্ষে ঢুকে খারাপ আচরণ করেন এবং আগামী দিন থেকে কার্যালয়ে না আসতে হুমকি দেন। পরে তারা টেবিলের ওপর থাকা কাপ-পিরিচ ভেঙে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রার কার্যালয় ছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, অর্থ ও হিসাব শাখার কিছু দপ্তরে গিয়ে হুমকি ও দরজা-জানালায় আঘাত করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা রেজিস্ট্রারের স্ত্রী এবং অর্থ ও হিসাব শাখার উপ-হিসাব পরিচালক রুবিনা আক্তারের কার্যালয়ের চেয়ার-টেবিলের ওপর তুলে রেখে যান। এ সময় কার্যালয়ে ছিলেন না রুবিনা আক্তার।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে এসব ভাঙচুর ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা। বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও হুমকি প্রদান শেষে স্বৈরাচারের দোসরদের অপসারণসহ ৯ দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘তারা ১০-১২ জন হঠাৎ রুমে প্রবেশ করে আমাকে গালাগাল করে, কাল থেকেই অফিসে না আসার হুমকি দেয় এবং টেবিলে থাকা কাপ-পিরিচ ভেঙে চলে যায়।’
অভিযোগের বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ইবি উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল ছ ত রদল র ন ত কর ম
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় তানভীর মিয়া (২৩) ও রফিকুল ইসলাম (২৫) নামে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও রফিকুল ইসলাম আশুগঞ্জ উপজেলার লালপুরের ইদন মিয়ার ছেলে।
আহতরা হলেন, সিএনজি অটোচালক মিজানুর রহমান (২০), সাইফুল ইসলাম (২২), রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চিনাইর ট্রেনিং সেন্টারে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিলো। পথে রামরাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় চালকসহ ৬ জনই আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে ২ জন মারা যান।
তিনি আরও জানান, লরিটিকে আটক করা যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
ঢাকা/রুবেল/টিপু