মাঝরাতে শৌচাগারে ঢুকে গায়ে আগুন দিলেন গৃহবধূর
Published: 2nd, February 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামের এক নারীর পোড়া মরদেহ নিজ বাসার শৌচাগার থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জালকুড়ির ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানিয়েছেন, ওই নারী শুক্রবার রাতে শৌচাগারে ঢুকে নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।
জাহানারা বেগম পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী। রশিদ জানিয়েছেন, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা ছিল। শুক্রবার রাতে তিনি শৌচাগারে গিয়ে শরীরে আগুন ধরিয়ে দেন। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা শৌচাগারে আগুন জ্বলতে দেখেন। পরে চিৎকার-চেঁচামেচিতে তারা ভেতরে মৃত অবস্থায় জাহানারাকে পড়ে থাকতে দেখেন। সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে তাদের একটি দল লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও একটি এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা এমব্রয়ডারি কারখানায়ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।