নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামের এক নারীর পোড়া মরদেহ নিজ বাসার শৌচাগার থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জালকুড়ির ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানিয়েছেন, ওই নারী শুক্রবার রাতে শৌচাগারে ঢুকে নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।

জাহানারা বেগম পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী। রশিদ জানিয়েছেন, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা ছিল। শুক্রবার রাতে তিনি শৌচাগারে গিয়ে শরীরে আগুন ধরিয়ে দেন। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা শৌচাগারে আগুন জ্বলতে দেখেন। পরে চিৎকার-চেঁচামেচিতে তারা ভেতরে মৃত অবস্থায় জাহানারাকে পড়ে থাকতে দেখেন। সকালে পুলিশ লাশ উদ্ধার করে। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে তাদের একটি দল লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

একুশের বইমেলায় প্রিন্সের কাব্যগ্রন্থ ‘জোছনা ছুঁয়ে যায়’

অমর একুশে বইমেলায় এ এস এম এনামুল হক প্রিন্সের কাব্যগ্রন্থ “জোছনা ছুঁয়ে যায়” বের হয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের একজন রোমান্টিক কবিতার সাধক এ এস এম এনামুল হক প্রিন্স। তার কবিতায় উঠে এসেছে মানুষের জীবনের প্রত্যাশা ও অচরিতার্থতার বেদনাবোধ। কবিতা যদি মানবিক আবেদনে পরিপূর্ণ হয় তা পাঠকের হৃদয়তন্ত্রীতে টান না মেরে পারে না। সাহিত্যের রোমান্টিক কথামালা সত্যের উত্তাপে খাটি মানবতাবাদী বাংলা কবিতার বিশাল ভুবনে লেখালেখির ভান্ডারে এ এস এম এনামুল হক প্রিন্সের অসংখ্য কবিতা। তিনি একাধারে কবি, সাংবাদিক, সংগঠক, প্রাবন্ধিক, সম্পাদক, প্রকাশক এবং রোমান্টিক সাহিত্যের আলোচিত ব্যক্তি। এ এস এম এনামুল হক প্রিন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ১৯৭০ সালে ১১ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ এবং মাতা রেজিয়া বেগম।


শিক্ষাজীবনে বিএ, বিএড সম্পন্ন করেন। তিনি সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার সহ- সম্পাদক এং বর্ণ সাহিত্যপত্র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্য, সাংবাদিকতা, সংগঠক ও সমাজ সেবার জন্য অর্ধশতাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।


এ এস এম এনামুল হক প্রিন্স দীর্ঘদিন যাবৎ কবিতার সাথে বসবাস। লিখে চলছেন এখনও বিভিন্ন পত্র- পত্রিকা ও লিটলম্যাগ গুলোতে। প্রকৃতিপ্রেমী এ লেখক প্রেমের কবিতাই লিখতে পছন্দ করেন বেশি। তাই তার কবিতা লেখা তাকে প্রেমের কবি হিসেবে পরিচিতি দিলেও বিভিন্ন সময়ে ফুটে ওঠে শব্দময় আলো-ছায়ার খেলা। সেই আলো-ছায়ায় দেখতে পাই কবির সে-সব কবিতা। যা অপনারা এই বইতে পাবেন। তার অনেক পঙক্তির মধ্যে আছে, ধমনির উষ্ণ রক্ত সঞ্চালনে টের পাই তোমার উপস্থিতি। তার লেখা কবিতার সংখ্যা তিন শতাধিক। প্রবন্ধ, ফিচার, নিবন্ধ ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।


তিনি ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ সাহিত্য সম্পাদক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কোষাধ্যক্ষ, আনন্দধাম সাহিত্য পরিচালক, ব্যাংকার সুলতান উদ্দিন আহমেদ ফাউন্ডেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), হাসিনা অটিজম চাইল্ড কেয়ার উপদেষ্টা, সাবিলা ফাউন্ডেশন সহ-সভাপতি, সাহিত্য রিপোর্টার্স ক্লাব সভাপতিসহ অর্ধশত সংগঠনের সহিত জড়িত রয়েছে। সাহিত্য সাংবাদিকতাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে অর্ধশতাধিক। সামাজিক কর্মকান্ডে সমাজকর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। ৬৪ পৃষ্ঠার কাব্যগ্রন্থে ৫৬টি কবিতা রয়েছে। রোমান্টিক কবিতা ৪৬টি, মাকে নিয়ে কবিতা ২টি, চব্বিশের জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ৩টি, স্বাধীনতা নিয়ে ১টি, বিজয় নিয়ে কবিতা ১টি, একুশের কবিতা ১টি, বৈশাখের কবিতা ১টি, বসন্ত নিয়ে কবিতা ১টি স্থান পেয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের কাছে দিবেন : সাখাওয়াত
  • ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিকলীগকে রাজপথে দাঁড়াতে দিব না : টিপু
  • শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, উদ্ধার ৯
  • জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন
  • ছাত্রলীগের কর্মসূচিকে প্রতিহত করতে মহানগর বিএনপির বিক্ষোভ 
  • শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবল যাত্রীবাহী নৌকা
  • বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’র তৃতীয় নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • ফ্যাসিস্টদের সহযোগীরা গুম, খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে : হাফিজুর
  • একুশের বইমেলায় প্রিন্সের কাব্যগ্রন্থ ‘জোছনা ছুঁয়ে যায়’