দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
Published: 2nd, February 2025 GMT
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শনিবার দিনগত রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ-দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এসময় যাত্রী ও যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে ৬টি ফেরি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ লতদ য় প ট র য় দ লতদ য়
এছাড়াও পড়ুন:
বরিশালে যুবদল নেতাকে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আবার আগুন
বরিশাল নগরীতে যুবদল নেতা সুরুজ গাজী (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদারের বাড়িতে দ্বিতীয় দফায় আগুন দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন: বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
আরো পড়ুন:
শাহজাদপুরে ভবনে আগুন
ছাদের দরজা বন্ধ থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান চারজন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন
এর আগে, জানাজা শেষে সোমবার বিকেলে বরিশাল সদর উপজেলার লামছড়িতে দাফন করা হয় সুরুজ গাজীকে। এরপর রাতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহীন হাওলাদারের বাড়িতে আগুন দেয়।
গত রবিবার সন্ধ্যায় সুরুজের মৃত্যুর পর স্থানীয়রা শাহীনের বাড়িতে আগুন দিয়েছিল। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করে শাহীন হাওলাদারসহ তার দুই ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদারসহ সাতজনকে আসামি করে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুরুজের বড় ভাই শাহিন গাজী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগুন দেওয়া একটি অপরাধ। অভিযোগ পেলে এটিও আইনের আওতায় আসবে।
ঢাকা/পলাশ/মাসুদ