সরকার আসে সরকার যায় ভাগ্য বদলায় না তাদের
Published: 1st, February 2025 GMT
দীর্ঘদিনেও খালের ওপর নির্মাণ হয়নি সেতু। এ কারণে ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন ৯ গ্রামের মানুষ। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার বদল হলেও এখানকার মানুষের ভাগ্য বদলায়নি।
কুমিল্লার তিতাস উপজেলার সরস্বতীর চরের খালের ওপর নির্মিত কাঠেরপুল এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তিতাস ও মেঘনা উপজেলার ৯ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ।
সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের প্রথম সরস্বতীর চরের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত কাঠালিয়া নদী। সেখান থেকে একটি খাল উৎপন্ন হয়ে দ্বিতীয় সরস্বতী চরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সাতানী গ্রাম এলাকায় গিয়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের খালটি আবার মিলিত হয়েছে কাঠালিয়া নদীতে। এই খাল মূলত প্রথম সরস্বতীর চর ও দ্বিতীয় সরস্বতীর চরকে দুই ভাগ করেছে। এই খালের ওপর নির্মিত সাঁকো দিয়ে প্রথম সরস্বতীর চর, দ্বিতীয় সরস্বতীর চর ও মেঘনা উপজেলার কাশিপুর, কাঠালিয়া, লক্ষণখোলা, সেনের চর, রাধানগর, পাড়ারবন্ধ, ব্রাহ্মণচরের ২৫ হাজার লোক কুমিল্লা শহর ও তিতাসের বাতাকান্দি বাজারে যাতায়াত করেন।
জানা গেছে, সরস্বতীর চরের খালের ওপর ১৫ বছর আগে বাঁশের সাঁকোর বদলে কাঠের সাঁকোটি নির্মাণ করা হয় গ্রামবাসীর টাকায়। এই সাঁকোর অবস্থা এখন জরাজীর্ণ। পার হতে গেলে দোল খায়, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিকল্প উপায় না থাকায় ঝুঁকি নিয়েই সাঁকো পারপার হতে হচ্ছে গ্রামবাসীর। এই সাঁকো পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বৃদ্ধরাও।
দ্বিতীয় সরস্বতীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন জানায়, স্কুলে যাওয়ার পথে সাঁকো পার হওয়ার
সময় ভয় লাগে। মনে হয়, কখন যেন সাঁকো থেকে পড়ে যেতে হয়। সাঁকো দিয়ে যাওয়ার সময় নড়বড় করে। গ্রামের অনেকে সাঁকো পার হওয়ার ভয়ে স্কুলে যেতে চায় না।
প্রথম সরস্বতীর চরের ৭০ বছর বয়সী মজিবুর রহমান জানান, এই গ্রাম প্রতিষ্ঠা হয়েছে ২০০ বছরেও আগে। কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি। সরকার বদল হয়েছে অনেকবার, তাদের ভাগ্য বদলায়নি। এই স্থানে নির্মাণ হয়নি সেতু। জীবদ্দশায় সেতু দেখে যেতে পারবেন কিনা সংশয় তাঁর।
দ্বিতীয় সরস্বতীর চরের কৃষক মোবারক হোসেন বলেন, ‘এ বছর ২০ বিঘা জমিতে ভুট্টা, আলু চাষ করেছি প্রথম সরস্বতীর চরে। জমিতে সার নিতে অনেক কষ্ট হয়। শ্রমিক দিয়ে সার নিতে হয়, ঠিকমতো শ্রমিকও পাওয়া যায় না।’ তাঁর ভাষ্য, যখন ফসল আনার সময় হয়, তখন কষ্ট আরও বেড়ে যায়। শ্রমিক দিয়ে পরিবহনের কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। এই খালের ওপর একটি সেতু নির্মাণ করলে এলাকাবাসীর দুর্ভোগ অনেক কমে যাবে।
কথা হয় দ্বিতীয় সরস্বতীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি জানান, খালের ওপর কাঠের সাঁকোটি ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। সাঁকো দিয়ে শিক্ষার্থীরা আসতে ভয় পায়। প্রায়ই তারা নিজেরা গিয়ে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যান। অভিভাবকরাও তাদের সন্তানদের দিয়ে যান। এই সাঁকো পার হতে গিয়ে মাঝেমধ্যেই আহত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।
তিতাস উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলামের ভাষ্য, সরস্বতীর চরের খালের ওপর সাঁকোর স্থানে ৩০ মিটার একটি সেতু নির্মাণের জন্য
প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ পাবেন বলে আশা তাঁর। বরাদ্দ পেলেই সেতু নির্মাণকাজ শুরু করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: খ ল র ওপর উপজ ল র সরক র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি, প্রশিক্ষণের সময় বেতন ৮৮০০ টাকা, আবেদন করুন দ্রুত
বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি (এয়ার) পদে জনবল নিয়োগে আবেদন চলছে। এমওডিসি (জিডি) ও এমওডিসি (ক্লার্ক) ট্রেডে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তারিখে বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। চোখের ক্ষমতা ৬/৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। অবিবাহিত হতে হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশের পর ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করে আবেদন ফি বাবদ ১৫০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিলে নিবন্ধন করা মুঠোফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৬টি২ ঘণ্টা আগেপ্রয়োজনীয় কাগজপত্র
সব শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট, কালারসহ হতে হবে)। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা কাল শুরু, পরীক্ষার্থীদের প্রতি ১৪ নির্দেশনা ১০ ঘণ্টা আগেপরীক্ষার বিষয়
আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের) নেওয়া হবে। এরপর ডাক্তারি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করা হবে। পরীক্ষাকেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ বহন করা নিষেধ।
সুযোগ–সুবিধা
প্রশিক্ষণের সময় মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা পাবেন। বিমানবাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণেরও সুযোগ রয়েছে। সন্তানদের যোগ্যতার ভিত্তিতে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল–কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে। বিমানবাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবার বিমান বা হেলিকপ্টার বা বাসযোগে যাতায়াতের সুযোগ, বাসস্থান ও রেশনপ্রাপ্তির সুযোগ রয়েছে। এ ছাড়া সামরিক হাসপাতালে নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার সুযোগ রয়েছে।
আবেদনের সময়সীমা: ১০ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনজাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে চাকরি, ৯ম থেকে ২০তম গ্রেডে পদ ৮৬৫ ঘণ্টা আগে