জেলেপল্লির শিশুরা পেল শীত-সুরক্ষাসামগ্রী
Published: 1st, February 2025 GMT
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ইউনিয়নের কাটাখালে জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতের সুরক্ষাসামগ্রী বিতরণ করে হাতেখড়ি ফাউন্ডেশন। সহযোগিতায় ছিলেন সমাজসেবক এ আর মামুন খান। অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এ উপকরণ তুলে দেয় হাতেখড়ি ফাউন্ডেশন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া জানায়, শীতের সুরক্ষাসামগ্রী উপহার পেয়ে অনেক উপকার হয়েছে। তার বাবা নদীতে মাছ ধরে সব সময় কিনে দিতে পারেন না সুরক্ষাসামগ্রী। তাদের সেই অভাব পূরণ হয়েছে।
হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নানা আয়োজন করে থাকে হাতেখড়ি ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। আমরা আজ শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার গুরুত্ব ও নিজেদের শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে বোঝাতে সক্ষম হয়েছি। এসব সামগ্রী শিশুদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলবে। এটিই আমাদের চাওয়া।’
সমাজসেবক এ আর মামুন খান বলেন, ‘সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে এলে জেলেপল্লির শিশুরা উৎসাহ পাবে এবং ঝরে পড়ার হারও কমে আসবে।’
দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদীতীরবর্তী জেলেদের সন্তানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে হাতেখড়ি ফাউন্ডেশন। নিজস্ব সংস্কৃতি বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ সৃষ্টি করাসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূর করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি। এছাড়াও বাল্যবিয়ে রোধ, যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিনা মূল্যে
রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের বিচরণ। ২০১৮ সালের ১৭ মার্চ হাতেখড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কাজ করছে সংগঠনটি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে: বদিউল আলম
রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে। এটি করা গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
শনিবার (১ মার্চ) দুপুরে মানিক মিয়া এভিনিউতে সংগঠনটির এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইউএসএআইডি’র ২৯ মিলিয়ন ডলারের সাথে সুজনের কোনো সম্পর্ক নেই। সুজনের বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বিদেশিদের থেকে কোনো রকম সহায়তা নিতে পারে না সংগঠনটি সুজন। এ সময় শেখ হাসিনার স্বৈরাচার হওয়া ঠেকাতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন দরকার বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এম জি