গাড়ির সুরক্ষা দেবে জিপিএস ট্র্যাকার
Published: 1st, February 2025 GMT
সারাদেশে, বিশেষ করে রাজধানীতে গাড়ির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে; সঙ্গে বাড়ছে গাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ আর দুশ্চিন্তা। গাড়ি চুরি, এসির অযথা ব্যবহার, ফুয়েল চুরি ও ড্রাইভারদের সন্দেহজনক কার্যকলাপ– সবই গাড়ির মালিকদের নিত্যদিনের দুশ্চিন্তার কারণ। এমন অবস্থায় গাড়ির মালিককে দুশ্চিন্তা থেকে কিছুটা রেহাই দিতে প্রতিশ্রুতির কথা জানিয়েছে জিপিএস ট্র্যাকার প্রহরী।
অন্যরকম ইলেকট্রনিকসের উদ্যোগে ও রকমারি ডটকম-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের নেতৃত্বে ‘শখের গাড়ি, যত্নে রাখি’ প্রতিশ্রুতিতে কাজ করছে ট্র্যাকারটি। গাড়ির মালিকদের চিহ্নিত কিছু সমস্যা সমাধানে পরিষেবার উন্নয়ন করা হয়। বর্তমানে ট্র্যাকারটি ১২ হাজারের বেশি গাড়ির সুরক্ষায় নিয়োজিত। যার মধ্যে তিন শতাধিক প্রতিষ্ঠানের হাজারের বেশি গাড়ি নিবন্ধিত।
সারাদেশে গত তিন মাসে গাড়ি চুরির সংখ্যা শতাধিক ছাড়িয়েছে, যা গাড়ির মালিকদের জন্য দুশ্চিন্তার কারণ। সাধারণত গাড়ি চুরি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পুলিশি সহায়তা, জিজ্ঞাসাবাদ ও আনুমানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। কিন্তু প্রচলিত পদ্ধতিতে বেশ কিছু সমস্যা বিদ্যমান। তদন্ত ও প্রক্রিয়াকরণে বহু সময় নষ্ট হয়, তথ্যের সঠিকতা ও দ্রুত প্রতিকার পাওয়া যায় না। আবার গাড়ির সঠিক অবস্থান নির্ণয় করা দুরূহ হয়ে যায়।
জানা গেছে, নিজস্ব গবেষণার মাধ্যমে সফটওয়্যার ও হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, প্রোডাকশন, ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। জিপিএস ট্র্যাকার গ্রাহককে যে কোনো সময় গাড়ির সঠিক অবস্থান সরাসরি প্রদর্শন করে। ফলে গাড়ির মালিকরা যে কোনো স্থানে থেকে নিজের গাড়ি তদারকি করতে পারেন। বিশেষ কিছু ফিচার হলো আনলিমিটেড জিও ফেন্স, ডেস্টিনেশন অ্যালার্ট, প্যানিক অ্যালার্ট, এসি অন-অফ নোটিফিকেশন, এসি ইউজেস রিপোর্ট, ডকুমেন্টেশন রিমাইন্ডার, ড্রাইভার প্রোফাইল।
নির্মাতারা জানান, ট্র্যাকারে বিশেষ ফিচারের মধ্যে লাউড হর্ন, ডোর অ্যালার্ট ও ইন-অ্যাপ ড্রাইভার কলিং উল্লেখযোগ্য। ট্র্যাকারটি বিটিআরসি নিবন্ধনকৃত আইএসও সনদপ্রাপ্ত এবং ভিটিএসপিএবি নিবন্ধিত। ২৪ ঘণ্টার গ্রাহকসেবায় কাজ করছে প্রশিক্ষিত কারিগরি দল। ইনস্টলেশন থেকে বিক্রয়োত্তর সেবার প্রতিটি ধাপেই পরিষেবা নিশ্চিতে উদ্যোক্তারা কাজ করছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারতকে রুখে দেওয়ার পুরস্কার র্যাঙ্কিংয়ে পেলেন হামজারা
২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে রুখে দেওয়ার পর র্যাঙ্কিংয়েও সুখবর পেলেন হামজা চৌধুরীরা।
আজ প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ।
তখন এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় লাল–সবুজের জার্সিধারীরা। ২০২৩ সালে অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস ১৮৩ নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে বাংলাদেশ। গত বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট আটবার র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এই সময়ে বাংলাদেশ ১৮৪ আর ১৮৫ এর ঘরেই আটকা ছিল৷
সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ভুটান।
ফিফা র্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালে ফুটবল খেলা দেশগুলোর মধ্যে এমন শক্ত অবস্থানে ছিল তাঁরা। এরপর নিয়মিত বিরতিতে মাঠের পারফরম্যান্স পড়তির দিকে যাওয়ায় র্যাঙ্কিংয়ে গ্রাফটাও নিম্নমুখী হতে থাকে৷ ২০১৮ সালে বাংলাদেশ নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৯৭ নম্বরে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন উন্নতির দিনে একধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ১২৭তম অবস্থানে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ধরে রেখেছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলের হারানো আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৮.৯১।
আর্জেন্টিনার পরেই আছে স্পেন। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্প্যানিশরা। চারে ইংল্যান্ড, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচে।