রোটারি ক্লাব অব চিটাগং পিস মেমবার্সের নিয়মিত সভা ও জন্মোৎসব সম্প্রতি আনন্দঘন পরিবেশে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন নজরুল ইসলাম বাবু, একেএম বদরুদ্দোজা, চৌধুরী আল জোবাইর, হুমায়ুন কবির, আরিফ শাহরিয়ার, এমএস জাহাঙ্গীর। এতে অনুভূতি প্রকাশ করেছেন দৈনিক সমকালের রিজিওনাল এডিটর ও  চট্টগ্রাম ব্যুরো চিফ এসএম সরওয়ার জাহান সুমন। ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজার ও এভিপি রোটারি ক্লাব অব চিটাগং পিসের ভাইস প্রেসিডেন্ট রঞ্জন বড়ুয়া বিপিএল টুর্নামেন্ট বিষয়ে মতামত জানান।
পরে ক্লাবের পারিবারিক পিকনিক বিষয়ে আলোচনায় অংশ নেন– মো.

হানিফ, নুরে আলম ভুঁইয়া, শাহজাহান চৌধুরী, আয়েস উদ্দিন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, চৌধুরী আল জোবাইর। এতে শাহজাহান চৌধুরীকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ হুমায়ুন কবির কো-চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট পিকনিক কমিটি গঠন করা হয়।
এতে বক্তারা বলেন, ‘সমাজের জন্য কাজ করতে হবে। সমাজের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য কাজ না করলে কে করবে?’
তারা আরও বলেন, ‘রোটারি ক্লাব বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ রোটারি ক্লাবের চেষ্টায় বিশ্ব পোলিও মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। আমাদের দেশেও রোটারি ক্লাব দুর্গত ও গরিব মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শুধু রোটারি ক্লাব নয়, সমাজের সব সেবামূলক প্রতিষ্ঠান যদি মানুষের কল্যাণে পাশে দাঁড়ায় তাহলে মানুষ বেঁচে থাকার নতুন দিশা পাবে। রোটারি ক্লাব অব চিটাগং পিস মেমবার্স ভবিষ্যতেও সামাজিক ও সেবামূলক কাজ অব্যাহত রাখবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব অব চ ট গ

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ