জাকসুর গঠনতন্ত্র সংস্কারসহ ৩ দাবিতে ছাত্রদলের অবস্থান
Published: 1st, February 2025 GMT
জাকসুর গঠনতন্ত্র সংস্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব পদ থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণসহ তিন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়েছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অন্য দাবিটি হলো, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের হামলায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচির ব্যাপারে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাকসুর গঠনতন্ত্র সংস্কার, শিক্ষার্থীদের ওপর হামলায় শিক্ষক, শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত, তাদের বিচার দাবিতে আমরা একটি স্মারকলিপি দিয়েছিলাম। সেই দাবির অগ্রগতি জানতে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল অবস থ ন ছ ত রদল
এছাড়াও পড়ুন:
ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা, চাকার নিচে পড়ে প্রাণ গেল ছোট্ট মুরসালিনের
নাটোরের লালপুরে বাবার ইঞ্জিনচালিত ট্রলির চাকার নিচে পড়ে মুরসালিন হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসালিন হোসেন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাবা পিন্টু ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় শিশু মুরসালিন ট্রলির শব্দ শুনে বাবাকে দেখার জন্য বাড়ির সামনে গেলে ট্রলির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ঘটনার পর বাবা পিন্টু মণ্ডল আহাজারি করে বলছিলেন, ‘আমি এমন একজন হতভাগা বাবা। আমার নিজের ট্রলিতে আমার বুকের ধনের মৃত্যু হলো। এই কষ্ট আমি কোনো দিন ভুলতে পারব না।’
লালপুর থানার (ওসি) নাজমুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।