জাকসুর গঠনতন্ত্র সংস্কারসহ ৩ দাবিতে ছাত্রদলের অবস্থান
Published: 1st, February 2025 GMT
জাকসুর গঠনতন্ত্র সংস্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব পদ থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণসহ তিন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়েছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অন্য দাবিটি হলো, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের হামলায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচির ব্যাপারে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাকসুর গঠনতন্ত্র সংস্কার, শিক্ষার্থীদের ওপর হামলায় শিক্ষক, শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত, তাদের বিচার দাবিতে আমরা একটি স্মারকলিপি দিয়েছিলাম। সেই দাবির অগ্রগতি জানতে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল অবস থ ন ছ ত রদল
এছাড়াও পড়ুন:
রাজনগরের ৮ ইউনিয়নে গঠিত বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে গঠিত বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করেছে জেলা বিএনপি। উপজেলার এক নেতার বাড়িতে বসে কমিটি গঠনের অভিযোগ উঠার পর এ কমিটি বাতিল করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন স্বাক্ষরিত এক পত্রে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
পত্রে তিনি উল্লেখ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি, কোনো এক নেতার বাড়িতে বসে বিএনপির রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থী। তাই রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের আহ্বায়ক কমিটি বাতিল করা হলো।
এ বিষয়ে ফয়জুল করিম ময়ূন বলেন, ‘‘রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে একক নেতার বাড়িতে বসে। বিষয়টি আমার জানা ছিল না। একটি দলের কমিটি গঠন হবে বাসা-বাড়িতে বসে? দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কোনো কিছু বরদাস্ত করা হবে না।’’
ঢাকা/আজিজ/রাজীব