খেলাধুলার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে সার্ফ এক্সেল নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এবার তারা ‘এক্সেল চ্যাম্পস’ নামে নতুন প্ল্যাটফর্ম করেছে, যার উদ্দেশ্য শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করা। দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়। শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধি এই চারটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে নতুন প্ল্যাটফর্মটি করা হয়েছে। 

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলোর অধ্যক্ষবৃন্দ, সুপরিচিত মনোবিজ্ঞানী ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। কীভাবে সৃজনশীল খেলাধুলা শিশুদের জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং সার্বিক সুস্থতা নিশ্চিত করে- এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন। বর্তমানে ৭৫% শিশু অতিরিক্ত স্ক্রিন টাইম ও বাইরে কম যাওয়ার ফলে একসাথে খেলাধুলার উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছে। সার্ফ এক্সেলের নতুন প্ল্যাটফর্ম এই প্রবণতা বদলাতে চায়, যাতে শিশুরা দলবদ্ধভাবে খেলাধুলায় অংশ নিতে পারে এবং সহনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা গড়ে তুলতে পারে। 

এক্সেল চ্যাম্পস প্রতিযোগিতার কাঠামো
এক্সেল চ্যাম্পস একটি আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা হিসেবে আয়োজিত হবে, যেখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখানে খেলাধুলার ফলে শিশুদের পরিবর্তনশীল বিকাশের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হবে।

উদ্যোগটির গুরুত্ব
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নূরুল মনোয়ার বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু পড়াশোনায় নয়, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাতেও দক্ষ হয়ে উঠুক। এক্সেল চ্যাম্পস আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা কার্যকর কিন্তু সহজ খেলাধুলার মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করবে।’

অনুষ্ঠানের শেষে এক্সেল চ্যাম্পস-এর লক্ষ্য ও সম্ভাব্য প্রভাব নিয়ে একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ল য টফর ম

এছাড়াও পড়ুন:

দুই দফায় শ্বাসপ্রশ্বাসের গুরুতর জটিলতায় পোপ

পোপ ফ্রান্সিস গতকাল সোমবার দুই দফায় শ্বাসপ্রশাসজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়েছিলেন।

ভ্যাটিকান এই তথ্য জানিয়ে বলেছে, চিকিৎসকেরা পোপের ফুসফুস থেকে কফ বের করে এনেছেন। এ প্রক্রিয়ার পুরোটা সময় তাঁর জ্ঞান ছিল।

শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য ৮৮ বছর বছর বয়সী পোপ ফ্রান্সিস অক্সিজেন মাস্ক ও ভেন্টিলেটর ব্যবহার আবার শুরু করেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। তিনি চিকিৎসকদের সহায়তাও করছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস ১৮ দিন আগে হাসপাতালে ভর্তি হন। এরপর এ নিয়ে তৃতীয় দফায় তাঁর শারীরিক অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছাল।

গত শুক্রবার ভ্যাটিকান জানিয়েছিল, পোপ ফ্রান্সিস শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগছেন। তখন তাঁর বমিও হচ্ছিল।

গতকাল পোপের অবস্থার অবনতি হয়। এ অবস্থায় তাঁকে আবার ভেন্টিলেশন দেওয়া হয়।

বর্তমানে পোপ ফ্রান্সিসের যে শারীরিক অবস্থা, তাতে তিনি ভ্যাটিকানের আসন্ন ঐতিহ্যবাহী প্রার্থনায় সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দিতে পারবেন না। এ অবস্থায় তাঁর লিখিত মন্তব্য প্রকাশ করছে ভ্যাটিকান।

আরও পড়ুনপোপের শারীরিক অবস্থা এখনো ‘গুরুতর’, বিপদ কাটেনি২৩ ফেব্রুয়ারি ২০২৫

ভ্যাটিকানের কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির রাজধানী রোমের যে হাসপাতালে পোপ ফ্রান্সিস ভর্তি আছেন, সেখান থেকেই তিনি প্রার্থনার জন্য লিখিত মন্তব্য পাঠিয়েছেন। তাঁর জন্য প্রার্থনা করায় তিনি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর চিকিৎসাসেবার জন্য চিকিৎসাদলকেও ধন্যবাদ জানিয়েছেন।

১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল।

আরও পড়ুনজটিল শারীরিক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পোপ ফ্রান্সিস১৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ