পুলিশ চেকপোস্টের ২০০ গজের মধ্যে যশোর উপশহর এলাকার নৈশপ্রহরীকে বেঁধে ইজিবাইকের একটি শোরুমে ডাকাতি হয়েছে। দরজার তালা কেটে ডাকাত দল প্রায় ২৫ লাখ টাকার পণ্য লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপশহর এলাকার গোল্ডেন বাইক শোরুমে ডাকাতি হয়।

এদিকে, ডাকাতির ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ি সরকারি উপপরিদর্শক মো.

ইসারতসহ ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন।

তবে অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নূর-ই আলম সিদ্দিকী বলেন, দায়িত্ব অবহেলার কারণে নয়; বদলি পুলিশের রুটিন কাজ। উপশহর পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে।

শো-রুমের প্রোপ্রাইটর আবুল কাশেম জানান, রাতে নৈশপ্রহরীর ফোন পেয়ে আমি শোরুমে আসি। প্রতিষ্ঠান থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যন্য মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে।

কোতয়ালি থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, শো-রুমের তালা কেটে মালামাল লুট হয়েছে। পুলিশের টিম কাজ করছে। দ্রুতই ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করা হবে। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি

যশোরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে তালা কেটে একটি ইজিবাইকের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপশহরের গোল্ডেন বাইক শোরুমে এ ঘটনা ঘটে।

শোরুমের মালিক আবুল কাশেম বলেন, ‘‘নৈশপ্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাতেরা শোরুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা ১৫০ পিস ব্যাটারিসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’’

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’’

ঢাকা/রিটন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • যশোরে ইজিবাইক শো-রুমে ডাকাতি, ৩ পুলিশ সদস্যকে ক্লোজড
  • যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি