এবার একদফার ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের
Published: 1st, February 2025 GMT
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবার সাত দফা থেকে সরে এসে একদফা দাবিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ‘বারাসাত ব্যারিকেড’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
রাজধানীর মহাখালী এলাকায় তিতুমীর কলেজের সামনে শনিবার রাত আটটার দিকে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান বলেন, ‘আজ থেকে আমরা আর সাত দফা চাই না। এখন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির একদফা দাবিতে অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।’
তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, আমরা সেটি প্রত্যাখ্যান করছি। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমাদের সাত দফা দাবি থেকে একদফা দাবি ঘোষণা করছি। সেটা হলো- মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কলেজে এসে আমাদের বলবেন, আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। আজ থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হলো। তাহলেই আমরা রাজপথ ছেড়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাবো।’
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আজ শনিবার টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে মহাখালী থেকে গুলশান ১-এ যাওয়ার বীর উত্তম এ কে খন্দকার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের এক পর্যায়ে বিকেল সোয়া পাঁচটার দিকে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলগেট ক্রসিং ও আমতলী প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসের সামনে যান। পরে ক্যাম্পাসের সামনে থেকে গুলশান ১ নম্বরের দিকে যান। সেখানে থেকে আবার ক্যাম্পাসের সামনে ফিরে এসে সড়ক অবরোধ অব্যাহত রাখেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ত ম র কল জ আমরণ অনশন ত ত ম র কল জ র স মন অবর ধ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে রিভালবারসহ কিশোর গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রিভলবার ও ম্যাগাজিনসহ বায়েজিদ হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) তাকে অস্ত্র আইনে আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এতথ্য জানান।
এর আগে, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল কর্ণগোপ এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বায়েজিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
আরো পড়ুন:
আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
নোয়াখালীতে যমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করা হয়। তার কোমর থেকে একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়। আজ রবিবার দুপুরে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/অনিক/মাসুদ