মালদ্বীপের জন্য বরাদ্দ ২৮ শতাংশ বাড়াল ভারত, কত পাচ্ছে বাংলাদেশ
Published: 1st, February 2025 GMT
দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ-সহ ‘গ্লোবাল সাউথ’-এর অনেক দেশকে উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে ভারত। প্রতি কেন্দ্রীয় বাজেটেই এই খাতে আলাদা করে অর্থ বরাদ্দ হয়। বাজেট ২০২৫-এ এই দেশগুলোর মধ্যে বরাদ্দ সবচেয়ে বেশি বাড়ল মালদ্বীপের, প্রায় ২৮ শতাংশ। বাজেট নথি অনুসারে, ২০২৫-২৬ সালে মালদ্বীপের জন্য বরাদ্দ হয়েছে ৬০০ কোটি টাকা।
কেন্দ্রীয় বাজেটে মালদ্বীপ, আফগানিস্তানের জন্য সহায়তার অর্থ বরাদ্দ বাড়লেও বাংলাদেশের জন্য সহায়তার অর্থ বরাদ্দ অপরিবর্তিত রয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভারতের সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করে তার হাতে দই-চিনি খেয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দেন নির্মলা সীতারামন। এরপর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন।
আরো পড়ুন:
সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের সংবাদ মিথ্যা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠক ফেব্রুয়ারিতে
প্রতিবেশী দেশ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন দেশগুলোকে অর্থনৈতিক অনুদান দেয় ভারত।
বাজেটে দেখা যায়, ২০২৫ সালে বিদেশি অনুদান বাবদ মোট ৫ হাজার ৪৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। গত বছর বিদেশি অনুদান বাবদ বরাদ্দ ছিল ৫ হাজার ৮৮৩ কোটি টাকা।
বাজেটে প্রতিবেশী মালদ্বীপে ভারতের সাহায্য গত বছরের বরাদ্দের তুলনায় ১২০ কোটি টাকা বেড়েছে। এ বছর, সরকার মালদ্বীপকে ৬০০ কোটি রুপি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত বছরের মালদ্বীপের জন্য বাজেটে বরাদ্দকৃত ছিল ৪৭০ কোটি রুপি। গাণিতিক হিসেবে এই এক বছরে মালদ্বীপের জন্য ভারতের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় ২৭ শতাংশ।
শুধু মালদ্বীপ নয়, আফগানিস্তানের জন্যও বাজেট বরাদ্দ বাড়িয়েছে ভারত। ২০২৪-২৫ অর্থবছরে ৫০ কোটি রুপির থেকে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ বেড়ে হয়েছে ১০০ কোটি রুপি।
তবে বরাবরের মতো ভারতের বাজেটে বৈদেশিক সহায়তার সব থেকে বড় বরাদ্দ পেয়েছে প্রতিবেশী দেশ ভুটান। ২০২৫-২৬ অর্থবর্ষে আর্থিক বরাদ্দ ১৫ শতাংশ কমালেও ভুটানকে ২১৫০ কোটির বরাদ্দ দিয়ে উন্নয়ন সহায়তার অংশীদার করেছে ভারত।
বাংলাদেশ কত পেল?
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। দুই দেশই স্বীকার করেছে, সম্পর্কে ‘মেঘ জমেছে’। তবে তা সত্ত্বেও, বাংলাদেশের সহায়তা বরাদ্দ কমানো হয়নি। বাড়ানোও হয়নি। গত বাজেটের মতো এবারও বাংলাদেশের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
একইভাবে শ্রীলঙ্কার বরাদ্দও অপরিবর্তিত রয়েছে, ৩০০ কোটি টাকা। আর্থিক বরাদ্দ বেড়েছে আফ্রিকান দেশগুলোর। ২০২৪-এ এই দেশগুলোর জন্য বাজেট বরাদ্দ ছিল ২০০ কোটি টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ২২৫ কোটি টাকা।
ঢাকা/সুচরিতা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সহ য ত র র জন য ব গত বছর বছর র
এছাড়াও পড়ুন:
আয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে ১৫ দিন
ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়িয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আয়কর রিটার্ন জমার সময় বাড়াতে ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে ‘সবুজ সংকেত’ দিয়েছেন। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দুই দফায় দুই মাস সময় বাড়িয়েও প্রত্যাশা অনুযায়ী রিটার্ন জমা পড়েনি। তা ছাড়া কিছু ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন। যেমন– সার্ভারে অতিরিক্ত চাপ, সংশোধনী রিটার্নের সুযোগ না থাকা, রেজিস্ট্রেশনে সমস্যা, রিটার্নের ফাইনাল প্রিভিউ ডাউনলোডে সমস্যা। পাশাপাশি কর আইনজীবীরা সময় বাড়ানোর আবেদন করেছেন। সব দিক বিবেচনা করেই ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য তৃতীয় দফায় ১৫ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, রিটার্ন দেওয়ার সময় ১৫ দিন বাড়ানো হতে পারে। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এনবিআর থেকে জানা গেছে, গত ২০২৩-২৪ অর্থবছরে ৪০ লাখেরও বেশি ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। চলতি অর্থবছরে এনবিআরের আশা ছিল, প্রায় ৫০ লাখ রিটার্ন জমা পড়বে। কিন্তু গত ২৭ জানুয়ারি পর্যন্ত ৩৪ লাখের কিছুটা বেশি রিটার্ন জমা পড়েছে।