২০২৫-২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশে সহায়তার জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

এবারের বাজেটে বিদেশি অনুদান বাবদ মোট ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এই বরাদ্দ অনেকটাই কমেছে। গত বছর বিদেশি অনুদান বাবদ বরাদ্দ ছিল ৫ হাজার ৮৮৩ কোটি রুপি।

বাজেটে প্রতিবেশী মালদ্বীপে ভারতের সাহায্য গত বছরের বরাদ্দের তুলনায় ১২০ কোটি রুপি বেড়েছে। এবার মোদি সরকার মালদ্বীপকে ৬০০ কোটি রুপি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত বছরের মালদ্বীপের জন্য বাজেটে বরাদ্দ ছিল ৪৭০ কোটি রুপি। আফগানিস্তানের জন্যও বাজেট বরাদ্দ বাড়িয়েছে ভারত। ২০২৪-২৫ অর্থবছরে ৫০ কোটি রুপি থেকে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ বেড়ে হয়েছে ১০০ কোটি রুপি। 

গত অর্থবছরে বাংলাদেশের উন্নয়ন সহায়তার জন্য বাজেটে বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি। এবার তা অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ এবারও বাংলাদেশের উন্নয়ন সহায়তার জন্য ১২০ কোটি রুপিই বরাদ্দ রাখা হয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১২০ ক ট গত বছর র জন য বছর র

এছাড়াও পড়ুন:

পরিবেশ নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সুযোগ

শুরু হচ্ছে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৫’। পরিবেশবাদী সংস্থা দ্য আর্থ এর আয়োজক। এবারের ক্লাইমেট ক্যাম্পের থিম নির্ধারণ করা হয়েছে ‘এন্ডিং পলিউশন’ অর্থাৎ ‘দূষণের অবসান’।

উদ্যোক্তা, উদ্ভাবক বা পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহী তরুণেরা দুইভাবে এ আয়োজনে অংশ নিতে পারেন। প্রথমত, আপনার নিজ অঞ্চলে ছোট পরিসরে নিজেই একটি ক্লাইমেট ক্যাম্প আয়োজন করতে পারেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রচারণা কিংবা পরামর্শ দিয়ে সাহায্য করবে দ্য আর্থ।

আপনার মাথায় যদি কোনো পরিবেশবান্ধব উদ্যোগের আইডিয়া থাকে, এই সুযোগে সেটিকেও বাস্তবায়িত করতে পারেন। পরিবেশসংক্রান্ত উদ্যোক্তাদের বলা হচ্ছে ‘ক্লাইমেটপ্রেনার্স’। পরিবেশের কোনো সমস্যার সমাধান করবে, এমন উদ্যোগও আপনি নিতে পারেন। নির্বাচিত ক্লাইমেটপ্রেনারদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিনিয়োগপ্রাপ্তিরও সুযোগ থাকবে।

আরও পড়ুনবাংলাদেশেও অনেক প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতার গল্প তৈরি হয়েছে: ইফাদের ভাইস চেয়ারম্যান৯ ঘণ্টা আগে

আয়োজকেরা বলছেন, ২০২১ সাল থেকে ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন ১৫ শতাধিক তরুণ। ৪০ জনের বেশি উদ্যোক্তাকে তাঁরা প্রশিক্ষণ, বিনিয়োগ বা প্রচারণা সহায়তা দিয়েছেন। এবার আট বিভাগেই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। দ্য আর্থের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাকিলা সাত্তার বলেন, ‘ক্লাইমেট ক্যাম্প করতে গিয়ে আমরা দেখেছি, কীভাবে ছোট ছোট উদ্যোগ এক হয়ে একটা টেকসই, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে। একটা প্রজন্মকে আমরা পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করতে চেষ্টা করছি।’

ক্লাইমেট ক্যাম্প ২০২৫-এর নিবন্ধন চলবে আগামী ১০ মে পর্যন্ত। আবেদন করতে হবে এই লিংকের মাধ্যমে।

সম্পর্কিত নিবন্ধ

  • সহজ হলো হজ রোমিং সুবিধা
  • পরিবেশ নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সুযোগ
  • ৩ মাসে ১৪৫ কোটি টাকা মুনাফা পদ্মা অয়েলের
  • প্রথম প্রান্তিকে লোকসানের ধারায় সিঙ্গার, বেড়েছে অনেকটা
  • অর্থবছরের আট মাসে অর্ধেক বাজেটও বাস্তবায়ন হয়নি
  • শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাড়ছে
  • ৯ মাসে রপ্তানি শুল্ক আদায়ে প্রবৃদ্ধি ২০০০০%
  • সুন্দরবনের কোন ফুলের মধুর কত দাম
  • দেশি বিনিয়োগেই বেশি কর্মসংস্থান, তবু কেন বিদেশি বিনিয়োগ নিয়ে বেশি উৎসাহ
  • জায়গাসংকটে পাশে নয়, উচ্চতায় বড় হচ্ছে সিইপিজেড