বিশিষ্ট ৯ ভেটেরিনারিয়ানকে সম্মাননা দিল বাকৃবি
Published: 1st, February 2025 GMT
ভেটেরিনারি পেশা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নয়জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে এ সম্মননা স্মারক প্রদান করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য ও বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি অনুষরে ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্প অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, ফ্লেমিং ফান্ড কান্ট্রি গ্রান্ট টু বাংলাদেশের টিম লিডার অধ্যাপক ড. শাহ মনির হোসাইন, ইন্টার এগ্রো বিডির ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খশরুজ্জামান প্রমুখ।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষককগণ হলেন- প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মন্ডল, সার্জারী ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুল হক, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. মঈনুদ্দীন, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. প্রিয় মোহন দাস ও অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ ও অধ্যাপক ড. মোনজ মোহন সেন এবং এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম ও অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ।
ঢাকা/লিখন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জেলেপল্লির শিশুরা পেল শীত-সুরক্ষাসামগ্রী
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ইউনিয়নের কাটাখালে জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতের সুরক্ষাসামগ্রী বিতরণ করে হাতেখড়ি ফাউন্ডেশন। সহযোগিতায় ছিলেন সমাজসেবক এ আর মামুন খান। অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এ উপকরণ তুলে দেয় হাতেখড়ি ফাউন্ডেশন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া জানায়, শীতের সুরক্ষাসামগ্রী উপহার পেয়ে অনেক উপকার হয়েছে। তার বাবা নদীতে মাছ ধরে সব সময় কিনে দিতে পারেন না সুরক্ষাসামগ্রী। তাদের সেই অভাব পূরণ হয়েছে।
হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নানা আয়োজন করে থাকে হাতেখড়ি ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। আমরা আজ শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার গুরুত্ব ও নিজেদের শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে বোঝাতে সক্ষম হয়েছি। এসব সামগ্রী শিশুদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলবে। এটিই আমাদের চাওয়া।’
সমাজসেবক এ আর মামুন খান বলেন, ‘সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে এলে জেলেপল্লির শিশুরা উৎসাহ পাবে এবং ঝরে পড়ার হারও কমে আসবে।’
দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদীতীরবর্তী জেলেদের সন্তানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে হাতেখড়ি ফাউন্ডেশন। নিজস্ব সংস্কৃতি বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ সৃষ্টি করাসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূর করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি। এছাড়াও বাল্যবিয়ে রোধ, যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিনা মূল্যে
রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের বিচরণ। ২০১৮ সালের ১৭ মার্চ হাতেখড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কাজ করছে সংগঠনটি।