প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর প্রতি সম্ভবত এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট এত কঠিন হননি। চীনের পণ্যে যেখানে ১০ শতাংশ শুল্ক, সেখানে এ দেশ দুটিকে মোকাবিলা করতে হচ্ছে ২৫ শতাংশ। এ অবস্থায় চীন, মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ নতুন করে বিশ্বের বাণিজ্য যুদ্ধের শঙ্কাকে উস্কে দিয়েছে। এরই মধ্যে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কানাডা। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে।

ট্রাম্পের শুল্ক স্থানীয় সময় গতকাল শনিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। দ্য গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন মনে করছে, শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ হয়ে আসছে। কিন্তু অনেক বিশ্লেষক দৃঢ়ভাবে এর বিরোধিতা করছেন। তারা বলছেন, এতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়বে। সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। ফলে মার্কিন শ্রমজীবীরা চাপে পড়বেন; ভোক্তাদের বেশি অর্থে পণ্য কিনতে হতে পারে। 

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জোসেফ স্টিগলিজ বলেন, স্পষ্টভাবে সব অর্থনীতিবিদ মনে করেন– এ ধরনের শুল্ক আরোপের ঘটনা যুক্তরাষ্ট্র, এমনকি পুরো বিশ্বের জন্য ক্ষতির কারণ হতে পারে। অন্য দেশগুলো যে পাল্টা পদক্ষেপ নেবে না, এমনটা ভাবা ঠিক নয়। 

একই সুরে কথা বলেছেন পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্কুস নোল্যান্ড। তিনি বলেন, এ ধরনের শুল্ক আরোপ মার্কিন অর্থনীতির হতাশাজনক প্রবৃদ্ধির কারণ হতে পারে; সেসঙ্গে বাড়বে মূল্যস্ফীতিও। আর ভুক্তভোগী দেশগুলো যদি পাল্টা পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। একই ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ম্যারি লাভলি বলেন, শুল্ক আরোপ থেকে ইতিবাচক কিছু পাওয়া কষ্টকর। কারণ এটা ভোক্তাদের নেতিবাচকভাবে প্রভাবিত করবে।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যবিষয়ক বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, ট্রাম্পের শুল্ক অতিরিক্ত কিছু অপ্রত্যাশিত প্রভাব নিয়ে আসবে। বিশেষ করে মার্কিন রপ্তানিকারকরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাবেন। কারণ তারা বিদেশি বাজারে শুল্ক-বাধার মুখোমুখি হতে যাচ্ছেন। 

সিএনবিসি জানায়, আমদানির পরিমাণ বিবেচনায় চীন, মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন বাণিজ্য অংশীদার। এ তিন দেশ ২০২২ সালে যুক্তরাষ্ট্রে যথাক্রমে ৫৩৬, ৪৫৫ ও ৪৩৭ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে। 

শনিবার দ্য কনভারজেশনের প্রতিবেদন জানায়, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ বৃহৎ বাণিজ্য যুদ্ধের শঙ্কাকে উস্কে দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকোর বাণিজ্য বেশ চমৎকার। বিশেষ করে অটোমোবাইল, জ্বালানি, কৃষি ও মার্কিন ভোক্তাদের জন্য পণ্য সরবরাহ করে থাকে এ দুই দেশ। শুল্ক আরোপ এসব খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। 

এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো ও যুক্তিসংগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

শুক্রবার কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কবিষয়ক উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ট্রুডো বলেন, ‘আমার বলতে দ্বিধা নেই, আসছে দিন ও সপ্তাহগুলোতে আমাদের দেশকে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। আমি জানি, কানাডার নাগরিকরা হয়তো উদ্বিগ্ন ও চিন্তিত। কিন্তু আমি তাদের জানাতে চাই, ফেডারেল সরকার ও সরকারি সব সিদ্ধান্ত প্রকৃতপক্ষে তাদের কথা ভেবেই নেওয়া হয়।’ 

এ তিন দেশ ছাড়াও এরই মধ্যে ইউরোপের দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা আনাদলু জানায়, শুক্রবার ট্রাম্প বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের ওপর ‘নিশ্চিতভাবে’ শুল্ক আরোপ করবেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইইউ আমাদের খুব বাজেভাবে দেখে।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র শ ল ক আর প পদক ষ প র জন য

এছাড়াও পড়ুন:

খাদ্য সংকটে লোকালয়ে হাতি

কক্সবাজার ও চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলে খাবার, চারণভূমি ও করিডোর ধ্বংস হওয়ায় প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে হাতির পাল। হাতির ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছে বন এলাকার পাশে বসবাসরত জনগোষ্ঠী। বৈদ্যুতিক ফাঁদ পেতেও নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন স্থানীয়রা। 
চকরিয়ায় সুরাজপুর-মানিকপুর, কাকারা, লক্ষ্যাচর, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, বরইতলী ও হারবাং এলাকার লোকজন আতঙ্কে বসবাস করছেন। আতঙ্কে রয়েছেন চট্টগ্রাম বনাঞ্চলের আশপাশের লোকজনও। লোকালয়ে ঢুকে পড়া হাতি তাড়াতে তৎপর বনকর্মীরা। তার পরও হানা দিচ্ছে হাতির পাল। যে কারণে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখছেন লোকজন। বৈদ্যুতিক ফাঁদে পা দিয়ে লামার কুমারী এলাকায় একটি হাতি মারা গেছে।
পরিবেশবাদীদের অভিমত,  খাবারের খোঁজে আগে আমন ও বোরো মৌসুমে ধানক্ষেতে নামতে পারত হাতির পাল। কিন্তু তামাকের আগ্রাসনে কমে গেছে ধান চাষ। এসব কারণে লোকালয়ে আসছে হাতি।
এদিকে সংরক্ষিত বনাঞ্চলের যত্রতত্র বৈদ্যুতিক ফাঁদ পাতার কারণে হাতির অবাধ বিচরণ, প্রজনন ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। নির্ধারিত করিডোর দিয়ে হাতির পাল চলাচল করে থাকে। বেশির ভাগ করিডোরে স্থাপনা গড়ে তোলায় আগের মতো চলাচল করতে পারছে না হাতির পাল।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, কক্সবাজার উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর-দক্ষিণ বন বিভাগের ১২টি করিডোর থাকলেও বর্তমানে বেশির ভাগ হাতি চলাচলের অনুপযোগী। তাঁর ভাষ্য, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনে উখিয়া-ঘুমধুম, তুলাবাগান, টেনারছড়ি, নাইক্ষ্যংছড়ি, রাজারকুল ও কক্সবাজার উত্তর বন বিভাগের তুলাতলি, ঈদগড়, ভূমুরিয়াঘোনা রাজঘাট, খুটাখালী মেধা-কচ্ছপিয়া, ছাইরাখালী, মানিকপুর করিডোরের বেশির ভাগ অংশ দখল হয়ে গেছে। এসব জায়গায় জনবসতি, সরকারি-বেসরকারি স্থাপনা গড়ে তোলায় হাতির চলাচল ব্যাহত হচ্ছে।  খুটাখালী ও মেধাকচ্ছপিয়ার ওপর দিয়ে নির্মিত রেললাইনে হাতি পারাপারের জন্য আন্ডারপাস নির্মাণের কথা থাকলেও সেখানে কোনো আন্ডারপাস করা হয়নি। ফলে হাতি পারাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম বন বিভাগের চুনতি, সাতগড়, বদ্দোয়ারা, শুকছড়ি, কোদালা, লারিশ্যা কোদালা করিডোরেরও চিত্রও একই রকম। চুনতি অভয়ারণ্যের রেললাইনে একটি আন্ডারপাস নির্মাণ করা হলেও তা দিয়ে হাতি চলাচল করতে পারছে না। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে একটি হাতি ট্রেনের ধাক্কায় মারা গেছে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, সিএমসির সহযোগিতায় বনের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন পাঁচটি বন বিটের যেসব স্থানে বন্যহাতির আবাসস্থল ছিল, সেখানে কলাগাছ ও ঘাস রোপণের মাধ্যমে খাদ্যভান্ডার তৈরি করা হয়েছে। বন বিভাগের টহল দলের তৎপরতা অব্যাহত আছে। অনেক 
স্থান থেকে হাতি মারার ফাঁদ জব্দ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ