ভোটার তালিকা হালনাগাদে ছুটির দিনেও খোলা থাকবে ইসি অফিস
Published: 1st, February 2025 GMT
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ২০ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ অফিস সময়ের পরেও দায়িত্ব পালন করতে হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রটোকল টিমের সদস্য, দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদেরও নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে এনআইডি মহাপরিচালক, চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ঢাকা/হাসান/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।