Risingbd:
2025-02-01@19:01:54 GMT

ঢাবিতে শান্তি উৎসব উদযাপন

Published: 1st, February 2025 GMT

ঢাবিতে শান্তি উৎসব উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘প্রথম জাতীয় শান্তি উৎসব’ উদযাপিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ উৎসবের আয়োজন করা হয়।

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাকেরা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.

নিয়াজ আহমদ খান।

এছাড়া উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরফান আশিক প্রমুখ।

এ সময় ঢাবি উপাচার্য বলেন, “সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”

সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে বিভেদ দূর করতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গোলটেবিল আলোচনা, আর্ট কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শান্তি র‌্যালি, কনসার্ট, পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব উদযাপন করা হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিষিদ্ধ ছাত্রলীগ নতুন করে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে : রাজিব 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে আবারো ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। আমরা দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে  আন্দোলন করে অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। 

এই বাংলাদেশকে নস্যাৎ করার জন্য খুনি শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জকে অস্থিশীল করার পাঁয়তারা করছেন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই। দয়া করে আপনারা এ ধরনের কোন কর্মসূচি পালন করবেন না। যদি আপনারা কোনো ধরনের কর্মকাণ্ড করেন তাহলে তার দায় দায়িত্ব কিন্তু আপনাদের কি নিতে হবে। 

আমরা নারায়ণগঞ্জকে সেই আগের অবস্থায় নিয়ে যেতে চাই না। নারায়ণগঞ্জ সন্ত্রাসীদের জনপদ হিসেবে সারা বাংলাদেশে পরিচিত হয়েছিল তাকে আমরা সুক্ষেতি অর্জনের মাধ্যমে শেষ করে দিতে চাই। আর সেক্ষেত্রে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচিকে প্রতিহত করতে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে বক্তব্যেকালে তিনি এসব কথা গুলো বলেন। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাষাড়া মিশনপাড়া মোড় থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাষাড়া চত্বর ঘুরে বিবি রোড় দিয়ে গ্ৰীনেজ ব্যাংকের মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নং রেলগেট গিয়ে শেষ হয়। 

তিনি বলেন, আমরা সহমর্মিতা রাজনীতিতে যে বিশ্বাসী আমাদের নেতা কিন্তু সে কথা বলেছে। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষকে ভালোবেসে মানুষের বিপদ আপদে মানুষের কাছে পাশে দাঁড়ানোর জন্য। সেটা যদি জীবনে ঝুঁকি নিয়েও হতে হয় তাহলেও আমরা মানুষের পাশে আছি।

আর ধারাবাহিকতা আজকে আমরা বুঝতে পেরেছি যে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পাঁয়তারা করা হচ্ছে। তার জন্যই কিন্তু আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আগামীতে যারাই নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবে তারা কেউ সফল হবে না।

বরঞ্চ তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। তাই আমরা বলছি ভালো হয়ে যান। ভালো হয়ে গেলে হয়তো বা এদেশের মানুষ আপনাদেরকে কোন না কোন ভাবে ক্ষমা করে দিবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সুফি চিন্তাধারা সামাজিক সংহতি মজবুত করে
  • সেনা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
  • ‘আগে সংস্কার পরে নির্বাচন’
  • নিষিদ্ধ ছাত্রলীগ নতুন করে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে : রাজিব 
  • ফিক্সিংয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমি বিব্রত, কষ্ট পাচ্ছি: বিজয় 
  • বিভেদে না জড়ানোর আহ্বান রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • কর্নেল অলির ওপর হামলায় আ’লীগের ২০১ জন আসামি
  • দেশেই ফেসবুক, গুগলের সার্ভার আনার উদ্যোগ
  • গত সরকারের সুবিধাভোগী ৩ জনের আবেদন বাতিল