পিকনিকের বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক
Published: 1st, February 2025 GMT
ঝিনাইদহে পিকনিকে এসে বিরিয়ানি খেয়ে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাত ৮টা পর্যন্ত ৪৫ জন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন।
জানা গেছে, বাগেরহাট সদরের শিশু কানন আদর্শ বিদ্যাপিঠ থেকে দুটি বাসে করে ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালী পার্কে পিকনিকে যান। পথিমধ্যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি হোটেল থেকে চিকেন বিরিয়ানি ক্রয় করেন। পরে তারা পার্কে গিয়ে দুপুর ২টার দিকে খাবার খান। এর ঘণ্টাখানেক পরেই অধিকাংশের বমি এবং ডায়রিয়া দেখা দেয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিশু কানন আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই কেউ কেউ বমি করছে। অনেকেই অজ্ঞান হয়ে পড়েছেন। কারো কারো পেটে ব্যথা শুরু হয়েছে। অর্ধশতাধিক শিক্ষার্থীসহ অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ
এছাড়াও পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নোয়াখালী জেলা শহরের বাসিন্দারা। আজ শুক্রবার জুমার নামাজের পর প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নোয়াখালীর ব্যানারে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরপরই জেলা শহর মাইজদীর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা জেলা মসজিদ সড়ক এবং আশপাশের এলাকায় একত্র হন। বেলা দুইটার দিকে কয়েক হাজার মানুষ সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের জামে মসজিদ মোড়, টাউন হল মোড় প্রদক্ষিণ করে শহরের মোহাম্মদীয়া মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। এ সময় শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ ও সমাবেশ চলার কারণে প্রায় এক ঘণ্টা গোটা নোয়াখালী শহর স্থবির হয়ে ছিল।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, জেলা জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন মসজিদের খতিব ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। তারা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়। এ ছাড়া র্যাবের সদস্যরা শহরে টহল দেন।