মধ্যবিত্তদের জন্য বাজেটে আয়কর ছাড়ের বড় ঘোষণা দিয়ে সংসদে বাজেট পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ শনিবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সংসদের উদ্দেশ্যে রওনা দেন নির্মলা সীতারামন। এরপর তিনি সংসদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন।

নরেন্দ্র মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বের প্রথম পূর্ণাঙ্গ এই বাজেট মধ্যবিত্ত বেতনভোগী করদাতাদের জন্য স্বস্তিদায়ক। এবারের বাজেটে সবচেয়ে বড় ঘোষণা হল আয়কর ছাড়। ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এর আগে এই কর ছাড়ের ঊর্ধ্বসীমা ছিল ৭ লাখ রুপি।

এর মাধ্যমে টানা আটবার কেন্দ্রীয় বাজেট পেশ করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের এই নারী অর্থমন্ত্রী। এর মধ্যে সাত বার পূর্ণাঙ্গ বাজেট এবং একবার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তিনি। 

আয়করের নতুন এই ব্যবস্থা আগামী অর্থবছর থেকে চালু হবে। উচ্চ আয়ের কর্মীরাও করছাড়ের আওতায় থাকবেন। বছরে ৫০ লাখ রুপি যাদের আয়, নতুন কাঠামোয় তারা ছাড় পাবেন ১ লাখ ১০ হাজার রুপি।

বাজেট পেশ করে দেশটির নাগরিকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, এই বাজেটের লক্ষ্য ক্রমবর্ধমান মধ্যবিত্তের ব্যয় ক্ষমতা বাড়ানো। এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বড় ঘোষণা দেন অর্থমন্ত্রী। দেশের প্রতিটি জেলায় ক্যান্সার সেন্টার তৈরি, মেডিকেল কলেজগুলোতে ১০ হাজার আসন বৃদ্ধি, চিকিৎসকদের সংখ্যা বাড়ানো, এক কোটি কর্মীকে স্বাস্থ্য ও বীমার সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত। ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধির জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে কোনো কর লাগবে না। দেশের কৃষকদের উন্নয়ন ও আত্মনির্ভরতা বাড়াতেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে পর্যটন, ক্ষুদ্র ব্যবসায়।

কেন্দ্রের এই ঘোষণায় কিছুটা উচ্ছসিত মধ্যবিত্ত সমাজ। এই বাজেটে দাম কমেছে মোবাইল ফোন, এলইডি টিভি, ইলেকট্রিক গাড়ি, দেশে তৈরি কাপড়, বরফজাত মাছ, চামড়ার জিনিস, মেডিকেল সরঞ্জামের। দাম বেড়েছে স্মার্ট মিটার, সোলার সেল, বিদেশি জুতা, বিদেশি আলো ও বিদেশি মোটরসাইকেলের।

বাজেটে কোন দেশের বরাদ্দ কত?

প্রতিবেশী দেশ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন দেশগুলোকে অর্থনৈতিক অনুদান দেয় ভারত। এবারের বাজেটে দেখা যায়, ২০২৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে এমন বিদেশি অনুদান বাবদ মোট ৫ হাজার ৪৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। গত বছর বিদেশি অনুদান বাবদ বরাদ্দ ছিল ৫ হাজার ৮৮৩ কোটি টাকা। 

বাজেটে প্রতিবেশী মালদ্বীপে ভারতের সাহায্য গত বছরের বরাদ্দের তুলনায় ১২০ কোটি টাকা বেড়েছে। এই বছর সরকার মালদ্বীপকে ৬০০ কোটি রুপি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত বছরের মালদ্বীপের জন্য বাজেটে বরাদ্দকৃত ছিল ৪৭০ কোটি রুপি। গাণিতিক হিসাবে, এই এক বছরে মালদ্বীপের জন্য ভারতের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় ২৭ শতাংশ। 

শুধু মালদ্বীপ নয়, আফগানিস্তানের জন্যও বাজেট বরাদ্দ বাড়িয়েছে ভারত। ২০২৪-২৫ অর্থবছরে ৫০ কোটি রুপি থেকে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ বেড়ে হয়েছে ১০০ কোটি রুপি। 

তবে বরাবরের মতই ভারতের বাজেটে বৈদেশিক সহায়তার সব থেকে বড় বরাদ্দ পেয়েছে প্রতিবেশি পাহাড়ি দেশ ভুটান। ২০২৫-২৬ অর্থবর্ষে আর্থিক বরাদ্দ ১৫ শতাংশ কমালেও ভুটানকে ২ হাজার ১৫০ কোটির বরাদ্দ দিয়ে উন্নয়ন সহায়তার অংশীদার করেছে ভারত। 

এদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক বাংলাদেশের কূটনৈতিক শীতলতার প্রভাব পড়েনি বাজেট বরাদ্দে। শেষ আর্থিক বছরের মতোই ১২০ কোটি রুপিতে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের উন্নয়ন সহায়তার বরাদ্দ। বাংলাদেশের সঙ্গে নেপাল শ্রীলংকা, মালদ্বীপের আর্থিক বরাদ্দও অপরিবর্তিত রেখেছে ভারত। আর্থিক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমেছে মরিস মরিশাস, সেশেলস ও গৃহযুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের। 

বাজেটে আফ্রিকার দেশগুলোর জন্য বরাদ্দ ২০০ কোটি থেকে বাড়িয়ে ২২৫ কোটি করা হয়েছে। লাতিন আমেরিকার বরাদ্দ ৯০ কোটি থেকে কমে হয়েছে ৬০ কোটি। ইরানের চবাহার পোর্টের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ ধরে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিপর্যয়ের ক্ষেত্রে যে অনুদান দেওয়া হয়, সেই বরাদ্দ ৬০ থেকে বাড়িয়ে ৬৪ কোটি টাকা করেছে কেন্দ্র।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব জ ট প শ কর র জন য ব গত বছর আর থ ক বছর র

এছাড়াও পড়ুন:

বাটলারের আগ্রহ নেই বিদ্রোহীদের নিয়ে 

বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়ার খেলোয়াড়রা বিদ্রোহ করেছেন। সেই সংকট কাটনি এখনও। তবে যাকে ঘিরে এই সমস্যার সূত্রপাত, সেই পিটার বাটলার আজ (১ ফেব্রুয়ারি, ২০২৫) কাজ শুরু করে দিয়েছেন অনুশীলনে যোগ দেওয়া অংশকে নিয়েই। তবে কোচের ডাকে আজ সর্বসাকুল্যে ১৩ জন ফুটবলার এসেছিলেন। বিদ্রোহ নিয়ে ইংলিশ কোচ বাটলারের মন্তব্য- এসবে তার ধারণ কিংবা আগ্রহ কোনটাই নেই!

নারী দলের সিনিয়ার ১৮ জন ফুটবলার বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) এক অপ্রতাশিত সংবাদ সম্মেলনে বিদ্রোহের ডাক দিয়ে সাফ বলে দেন- হয় কোচ বাটলার থাকবে নয়তো তারা। এই বিদ্রোহী দলের অনেকেই আবার দুইবারের সাফ জয়ী। তারা আজকে যোগ দেননি দলের অনুশীলনে। সেই তালিকায় আছে অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা, কৃষ্ণা, মনিকা চাকমা, মারিয়া এবং  মাসুরার মত গুরুত্বপূরর্ণ ফুটবলাররা।

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে জড়ো হওয়া সাংবাদিকরা চলমান পরিস্থিতি নিয়ে বাটলারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “পিচ ভালো ছিল, কোনো সমস্যা নেই… আমি বোঝাতে চাইছি, কাজ চলবে। আমরা কাজ চালিয়ে যাব। আমরা পেশাদার এবং সংগঠিত এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা আন্তরিক এবং সৎ থাকব।

আরো পড়ুন:

নারী ফুটবলাররা বাটলারকে কোচ হিসেবে না চাওয়ার যত কারণ

হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতি তাবিথের 

মাত্র ১৩ জন ফুটবলার নিয়ে আর যাই হোক, পূর্ণাঙ্গ অনুশীলন হয় না, এই ব্যাপারে বাটলার যোগ করেন, “(সামনে) তরুণ খেলোয়াড়রা যোগ দেবে। বাকিদের নিয়ে আগ্রহী নই আমি। পরবর্তী অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের নিয়েই আমার সব আগ্রহ এবং আমার কোনো সন্দেহ নেই যে, তারা গর্বের সাথে এই জার্সি পরে দেশের সেবা করবে এবং দেশের মর্যাদা নষ্ট করবে না।”

শনিবারের অনুশীলনে ১৩ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। এই খেলোয়াড়রা হলেন ইয়ারজান বেগম, আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানী, সুরমা জান্নাত, আইরিন, হালিমা, কোহাতি কিসকু, প্রীতি, জয়নব, আকলিমা, অপির্তা, ও মুনকি আক্তার। এই ১৩ জন নিয়ে পিটার বাটলার স্ট্রেচিং, রানিং এবং টেকটিক্যাল অনুশীলন করান।

এদিকে নারী ফুটবলারদের কোচের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ফেডারেশন। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান তদন্ত কমিটির প্রধান। তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

ফেব্রুয়ারির শেষে এবং মার্চের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। যেই ম্যাচগুলো দিয়ে বিগত বছরের অক্টোবরের পর আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরবে তারা।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • মালদ্বীপের জন্য বরাদ্দ ২৮ শতাংশ বাড়াল ভারত, কত পাচ্ছে বাংলাদেশ
  • বাজেটে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত
  • আয়কর ছাড়ের বড় ঘোষণা দিয়ে ভারতের বাজেট পেশ
  • বাটলারের আগ্রহ নেই বিদ্রোহীদের নিয়ে 
  • ২১ কোম্পানির অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে
  • সরকারি ব্যয়ের ৬১ শতাংশই সুদ বেতন পেনশনে
  • কোম্পানির আয়কর রিটার্নের সময় বাড়ল এক মাস
  • আয়কর রিটার্ন জমার সময় আরও বাড়ল
  • আয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে ১৫ দিন