দনিয়া কলেজের শিক্ষার্থী খুন: ৬ জন কারাগারে
Published: 1st, February 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলায় ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মো. আশরাফুজ্জামান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাবের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো.
শুক্রবার (৩১ জানুয়ারি) পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের দল।
জানা গেছে, মিনহাজুল যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়ার দনিয়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সাথে মাহফুজ ওরফে কিং মাহফুজসহ অন্য আসামিদের তর্কবিতর্ক হয়। পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’সহ ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা/মামুন/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আগেভাগেই দুবাই এসে বসে থাকায় কী লাভ হলো, জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক
খেলবে এক দল, ভারতের কারণে দুবাইয়ে যেতে হয়েছে দুই দলকে। নিউজিল্যান্ড ভারতের কাছে হেরে যাওয়ায় সমীকরণ অনুযায়ী দক্ষিণ আফ্রিকাকে না খেলেই ফিরতে হয়েছে লাহোরে।
প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে থেকে গেছে অস্ট্রেলিয়া। খেলতে হবে তা নিশ্চিত না হয়ে দুবাইয়ে এসে লাভবানই হয়েছেন স্টিভ স্মিথরা। ভারতের বিপক্ষে আজ মাঠে নামার আগে প্রস্তুতিও দারুণ বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
দুবাইয়ে একটি সেমিফাইনাল হলেও দল দুটিকে আসা-যাওয়া করা লেগেছে ভারতের কারণে। গ্রুপ পর্বে ভারতের অবস্থান যেমনই হোক, রোহিত শর্মারা তাঁদের সেমিফাইনাল খেলবেন দুবাইয়ে। আর তাঁদের এক জায়গায় অবস্থান নিশ্চিত করতে গিয়েই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা—দুই দলকেই আসতে হয়েছে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাকিস্তানে অবস্থান করত, সে ক্ষেত্রে দুবাইয়ে পৌঁছে সেমিফাইনালের প্রস্তুতির জন্য সময় পেত মাত্র এক দিন।
স্মিথ এই প্রসঙ্গে বলেন, ‘শেষ পর্যন্ত আমরা সঠিক অনুমান করেছি। এখানে থেকে কয়েক দিন প্রস্তুতি নেওয়াটা আমাদের জন্য আদর্শ মনে হয়েছে। যদি আমরা গত রাতের (ভারত-নিউজিল্যান্ড ম্যাচ) ফলাফলের জন্য অপেক্ষা করতাম, তাহলে আজ আমাদের এখানে আসতে হতো এবং কালই ম্যাচ খেলতে হতো।’
আরও পড়ুনশেন ওয়ার্ন: বাকিটা যখন ব্যক্তিগত ০৪ মার্চ ২০২৪দুবাইয়ে এই টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়া খেলেনি। মানিয়ে নেওয়ার জন্য এখানে আগে আসাটাই তাদের জন্য ভালো হয়েছে, ‘(আগে না এলে) আমরা উইকেটে অনুশীলন করার সুযোগ পেতাম না বা আইসিসি একাডেমির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পেতাম না। আর যদি আমাদের ফিরে যেতে হতো, তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে একই বিমানে ফিরতে হতো এবং সেখানে মাত্র এক দিন সময় পেতাম ম্যাচের আগে। তাই এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল।’
দক্ষিণ আফ্রিকা ফিরতে হয়েছে লাহোরে