ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিকলীগকে রাজপথে দাঁড়াতে দিব না : টিপু
Published: 1st, February 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, গত ৫ই আগস্ট সাঈদ, মুগ্ধ ও স্বজনের রক্তের বিনিময়ে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
আজকে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আবারো বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করার জন্য তার নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ শ্রমিক লীগদের দিয়ে তারা এক মাস ব্যাপী কর্মসূচি দিয়েছে।
আর তারেক রহমানের সৈনিকেরা বেঁচে থাকতে নারায়ণগঞ্জে কোন ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগকে রাজপথে দাঁড়াতে দিব না।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচিকে প্রতিহত করতে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে বক্তব্যেকালে তিনি এসব কথা গুলো বলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাষাড়া মিশনপাড়া মোড় থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাষাড়া চত্বর ঘুরে বিবি রোড় দিয়ে গ্ৰীনেজ ব্যাংকের মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নং রেলগেট গিয়ে শেষ হয়।
তিনি আরও বলেন, মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা আপনারা প্রস্তুত থাকবেন যেখানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগদেরকে যেখানেই পাবেন তাদেরকে প্রতিহত করে পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
আমাদের কর্মসূচি আজ থেকে শুরু আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আওয়ামী লীগের ও অগণতান্ত্রিক কর্মসূচি ও নৈরাজ্যকে প্রতিহত করতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্রামীরা রাজপথে আছে এবং থাকবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বল গ ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র সদস য সদস য স ন ত কর রহম ন স গঠন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে সাংবাদিক জয়ের উপর হামলা, টেলিভিশন এসোসিয়েশনের নিন্দা
যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয়ের উপর দূর্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত শুক্রবার (৩১ জানুয়ারী) এক যৌথ বিবৃতিতে বলেন, আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয় র্র্দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন।
আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করছি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা।
আমরা মনে করি, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিকরা অনিরাপদ ও হুমকির সম্মুখিন হয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবী জানাই।