নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে আবারো ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। আমরা দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে  আন্দোলন করে অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। 

এই বাংলাদেশকে নস্যাৎ করার জন্য খুনি শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জকে অস্থিশীল করার পাঁয়তারা করছেন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই। দয়া করে আপনারা এ ধরনের কোন কর্মসূচি পালন করবেন না। যদি আপনারা কোনো ধরনের কর্মকাণ্ড করেন তাহলে তার দায় দায়িত্ব কিন্তু আপনাদের কি নিতে হবে। 

আমরা নারায়ণগঞ্জকে সেই আগের অবস্থায় নিয়ে যেতে চাই না। নারায়ণগঞ্জ সন্ত্রাসীদের জনপদ হিসেবে সারা বাংলাদেশে পরিচিত হয়েছিল তাকে আমরা সুক্ষেতি অর্জনের মাধ্যমে শেষ করে দিতে চাই। আর সেক্ষেত্রে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচিকে প্রতিহত করতে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে বক্তব্যেকালে তিনি এসব কথা গুলো বলেন। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাষাড়া মিশনপাড়া মোড় থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাষাড়া চত্বর ঘুরে বিবি রোড় দিয়ে গ্ৰীনেজ ব্যাংকের মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নং রেলগেট গিয়ে শেষ হয়। 

তিনি বলেন, আমরা সহমর্মিতা রাজনীতিতে যে বিশ্বাসী আমাদের নেতা কিন্তু সে কথা বলেছে। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষকে ভালোবেসে মানুষের বিপদ আপদে মানুষের কাছে পাশে দাঁড়ানোর জন্য। সেটা যদি জীবনে ঝুঁকি নিয়েও হতে হয় তাহলেও আমরা মানুষের পাশে আছি।

আর ধারাবাহিকতা আজকে আমরা বুঝতে পেরেছি যে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পাঁয়তারা করা হচ্ছে। তার জন্যই কিন্তু আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আগামীতে যারাই নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবে তারা কেউ সফল হবে না।

বরঞ্চ তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। তাই আমরা বলছি ভালো হয়ে যান। ভালো হয়ে গেলে হয়তো বা এদেশের মানুষ আপনাদেরকে কোন না কোন ভাবে ক্ষমা করে দিবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ন ত কর র জন য কর র প স গঠন

এছাড়াও পড়ুন:

স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী

স্ত্রীকে গলা কেটে হত্যার পর ছুরি হাতে লাশের পাশেই বসেছিলেন স্বামী। পরে স্থানীয়রা তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলেখা বেগম (৩৫) ওই গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুর রব মিয়ার (৫০) স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ২০ বছর আগে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ  গ্রামের নয়াপাড়া এলাকার আবদুল মিয়ার মেয়ে সুলেখার সঙ্গে একই ইউনিয়নের নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রবের বিয়ে হয়। স্ত্রীর সঙ্গে রবের পারিবারিক কলহ দীর্ঘদিনের। বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। পরে সকালে নাশতা খেয়ে সুলেখা ঘুমিয়ে পড়লে রব তাঁকে গলা কেটে হত্যা করেন। এর পর ছুরি হাতে লাশের পাশেই তাঁকে বসে থাকতে দেখা যায়। এ সময় এলাকাবাসী রবকে গণপিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। খবর পেয়ে নিহত সুলেখার স্বজনরা রবকে ঘর থেকে বের করে হত্যার চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে।

আবদুর রব মিয়ার দাবি, সুলেখা তাঁকে দীর্ঘদিন ধরে মেরে ফেলার পরিকল্পনা করেছেন। তাই তিনি সুলেখাকে হত্যা করেন। পুলিশের কাছে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আবদুর রব মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। সুলেখার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘এই টাকা দিলে মান-সম্মান থাকে?’ বলা সেই ওসিকে বদলি
  • শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নদী ভাবনা
  • সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ
  • আড়াইহাজার থানার সেই ওসি এনায়েত অবশেষে বদলি
  • স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী
  • বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: টুকু
  • ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদি সরকার: মামুনুল হক
  • ফেরি বন্ধের ষড়যন্ত্র চলার অভিযোগ সন্দ্বীপবাসীর, বন্ধ করা হবে না বলে আশ্বাস উপদেষ্টার
  • ফেরি বন্ধের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ সন্দ্বীপবাসীর, বন্ধ করা হবে না আশ্বাস উপদেষ্টার
  • নির্বাচন হলে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে, তাই ষড়যন্ত্র চলছে: সালাউদ্দিন