নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নদী থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাটে ঘটনাটি ঘটে। রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় করে বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন যাত্রীরা। মাঝ নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নদীতে পড়ে যাওয়া যাত্রীরা চেচামেচি শুরু করেন। পরে আশেপাশে থাকা যাত্রীবাহী ও ইঞ্জিনচালিত নৌকা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ৯ জনকে উদ্ধার করে। 

আরো পড়ুন:

কেসিসির সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার

বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২ 

স্থানীয়রা বাল্কহেডটি আটক করতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে শহরের বরফকল ঘাট পর্যন্ত তাড়া করে। তবে, বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্য আকরাম বলেন, “দুর্ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।” 

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, “ডুবে যাওয়া নৌকার যাত্রীরা আশপাশে থাকা অন্য নৌকার সহায়তায় উদ্ধার হন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। নৌকাটিতে মাঝিসহ ৯ জন ছিলেন বলে জানা গেছে।”

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ সদর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে সাংবাদিক জয়ের উপর হামলা, টেলিভিশন এসোসিয়েশনের নিন্দা

যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয়ের উপর দূর্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।  

সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত শুক্রবার (৩১ জানুয়ারী) এক যৌথ বিবৃতিতে বলেন, আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয় র্র্দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন।

আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করছি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা।

আমরা মনে করি, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিকরা অনিরাপদ ও হুমকির সম্মুখিন হয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবী জানাই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের কাছে দিবেন : সাখাওয়াত
  • ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিকলীগকে রাজপথে দাঁড়াতে দিব না : টিপু
  • জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন
  • ছাত্রলীগের কর্মসূচিকে প্রতিহত করতে মহানগর বিএনপির বিক্ষোভ 
  • শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবল যাত্রীবাহী নৌকা
  • বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’র তৃতীয় নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • ফ্যাসিস্টদের সহযোগীরা গুম, খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে : হাফিজুর
  • একুশের বইমেলায় প্রিন্সের কাব্যগ্রন্থ ‘জোছনা ছুঁয়ে যায়’
  • রূপগঞ্জে সাংবাদিক জয়ের উপর হামলা, টেলিভিশন এসোসিয়েশনের নিন্দা