নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নদী থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাটে ঘটনাটি ঘটে। রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় করে বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন যাত্রীরা। মাঝ নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নদীতে পড়ে যাওয়া যাত্রীরা চেচামেচি শুরু করেন। পরে আশেপাশে থাকা যাত্রীবাহী ও ইঞ্জিনচালিত নৌকা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ৯ জনকে উদ্ধার করে। 

আরো পড়ুন:

কেসিসির সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার

বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২ 

স্থানীয়রা বাল্কহেডটি আটক করতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে শহরের বরফকল ঘাট পর্যন্ত তাড়া করে। তবে, বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্য আকরাম বলেন, “দুর্ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।” 

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, “ডুবে যাওয়া নৌকার যাত্রীরা আশপাশে থাকা অন্য নৌকার সহায়তায় উদ্ধার হন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। নৌকাটিতে মাঝিসহ ৯ জন ছিলেন বলে জানা গেছে।”

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র য়ণগঞ জ সদর

এছাড়াও পড়ুন:

আরসা প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী রিমান্ড শেষে কারাগারে  

মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন- আরসা প্রধান আতাউল্লাহ ও তার সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম।

জানা যায়, এর আগে গত ১৭ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমি পল্লী আবাসিক এলাকার একটি ১০ তলা ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আতাউল্লাহ, তার পরিবার ও সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

একই দিনে ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার একটি বহুতল ভবনের ১০ তলার একটি ফ্ল্যাট থেকেও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ ছিলেন।

গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে দুটি মামলা করে। এসব মামলায় রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে বিচারক আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ
  • আড়াইহাজার থানার সেই ওসি এনায়েত অবশেষে বদলি
  • স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী
  • বন্দর থানা (মহানগর) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • স্ত্রীকে হত্যার পর ছুরি হাতে লাশের পাশে বসেছিলেন রব মিয়া
  • পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • আড়াইহাজারে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক
  • নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে
  • আ’লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জাকির খানের মিছিল ও সমাবেশ
  • আরসা প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী রিমান্ড শেষে কারাগারে