রাজধানীর বনশ্রীতে চার বছরের মেয়ে আয়না নুর ইসলামকে পিটিয়ে হত্যা মামলায় মা তাসনিয়া চৌধুরী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মো. গুলজার তাকে আদালতে হাজির করেন। তাসনিয়া চৌধুরী স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.

আব্দুল ওয়াহাব তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য তাসনিয়া টাকা চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুরকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকে শিশুটি। এ সময় পাঁচ মাসের ছেলে সন্তানকেও চর থাপ্পর মারেন। পরে স্বজনরা আয়নাকে শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই শিশুর বাবা আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় তাসনিয়া চৌধুরীকে আসামি করে মামলা করেন। পরে তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। 

ঢাকা/মামুন/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র অভিষেক

কুলাউড়ার প্রাচীনতম সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক হয়েছে। এ উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুয়েব উদ্দিন জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ছকলেন আহমদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের লাইফ মেম্বার এম মইনুল ইসলাম মছলু, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল কুদ্দুছ, আব্দুল হান্নান এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান নাজমুল বারী সোহেল, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দেব, দক্ষিণ লংলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহেল, ইউপি সদস্য নেহার বেগম ও সুষমা রাণী বৈদ্য।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি কবি শামসুল আজাদ সামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মো. আব্দুর রহিম টিপু, ইসমাইল হোসেন সাগর, ফয়জুল হক, তোফায়েল বেগ প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ও অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ