রূপগঞ্জে ২০টি ককটেল উদ্ধার
Published: 1st, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে একটি আবাসন কোম্পানীর ভিতরে কাশবনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২০ টি ককটেলসহ ৩ টি ধারালো ছোড়া ও কাটার উদ্ধার করেছে পুলিশ। পরে রাতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেল গুলো নিস্ত্রিয় করা হয়।
ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, এক কৃষক দড়িকান্দি এলাকায় একটি আবাসন কোম্পানীর ভিতর কাশবনের ঝোপের মধ্যে পলিথিনে মোড়ানো লাল স্কচটেপ মোড়ানো অনেকগুলো ককটেল সাদৃশ বস্তু দেখে সরকারী পরিসেবা ৯৯৯ এর কল করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সাদৃশ বস্তুসহ ৩ টি ধারালের ছোড়া, একটি তালা কাটার কাটার মেশিন, ২ টি রড উদ্ধার করে। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দিলে রাত ১২ টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে সেখান থেকে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো ২০ টি ককটেল নিস্ক্রিয় করেন।
ইনচার্জ আরো জানান, প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা কাশবনের মধ্যে এসব ককটেল, ছোড়া, কাটার, লোহার রড রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ল ইউন ককট ল
এছাড়াও পড়ুন:
রেফারিদের বিরুদ্ধে রিয়ালের ‘যুদ্ধ ঘোষণা’, কোপার ফাইনালের আগে ধুন্ধুমার
স্পেনে রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের। তবে আজকের কোপা দেল রে ফাইনালকে কেন্দ্র করে অতীতের সব নজির ছাপিয়ে রিয়াল-রেফারি উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
রিয়াল মাদ্রিদ তাদের নিজস্ব টিভি আরএমটিভির মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্রচারণা ও প্ররোচনার অভিযোগ, রিয়ালের পক্ষ থেকে রেফারিদের প্রত্যাহারের আবেদন ও ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলন না করা এবং শেষ পর্যন্ত রিয়ালের ম্যাচ বয়কটের গুঞ্জন পর্যন্ত গড়িয়েছে ঘটনা। তবে শেষ খবর হচ্ছে, বার্সেলোনার বিপক্ষে সেভিয়ায় হতে যাওয়া কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদ থাকছে। ক্লাবটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ফাইনাল বয়কটের গুঞ্জন সঠিক নয়। রিয়াল মাদ্রিদ খেলবে।
কোপা দেল রে ফাইনালের ম্যাচ অফিশিয়ালস তালিকায় রেফারি হিসেবে রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিএআর হিসেবে পাবলো গঞ্জালেসের নাম দেখেই বিরক্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এই দুই রেফারির অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল মনে করে ক্লাবটি। এরপর গতকাল দুই রেফারি সংবাদ সম্মেলন করে জানান, আরএমটিভি তাঁদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। যা তাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করছে। বেনগোচেয়া এ বিষয়ে বলেন, ‘যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন ‘‘চোর’’, এটি সত্যিই ভয়ানক।’
আরএমটিভি কোপা দেল রে ফাইনালের রেফারিদের নিয়ে যে অনুষ্ঠান করেছে, সে দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘(ভিডিওতে যা বলা হয়েছে) তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কথা পরিণাম কী দাঁড়াচ্ছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর ভিএআর রেফারি গঞ্জালেস জানান, স্প্যানিশ রেফারিরা এ ধরনের ঘটনায় ভবিষ্যতে ব্যবস্থা নিতে পারে, ‘আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা আর হতে দেব না। শিগগিরই আপনারা খবর পেতে পারেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সন্দেহ নেই, আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করব না।।’
বিস্তারিত আসছে ...।