Narayanganj Times:
2025-02-01@16:41:00 GMT

রূপগঞ্জে ২০টি ককটেল উদ্ধার

Published: 1st, February 2025 GMT

রূপগঞ্জে ২০টি ককটেল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে একটি আবাসন কোম্পানীর ভিতরে কাশবনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২০ টি ককটেলসহ ৩ টি ধারালো ছোড়া ও কাটার উদ্ধার করেছে পুলিশ। পরে রাতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেল গুলো নিস্ত্রিয় করা হয়। 


ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, এক কৃষক দড়িকান্দি এলাকায় একটি আবাসন কোম্পানীর ভিতর কাশবনের ঝোপের মধ্যে পলিথিনে মোড়ানো লাল স্কচটেপ মোড়ানো অনেকগুলো ককটেল সাদৃশ বস্তু দেখে সরকারী পরিসেবা ৯৯৯ এর কল করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সাদৃশ বস্তুসহ ৩ টি ধারালের ছোড়া, একটি তালা কাটার কাটার মেশিন, ২ টি রড উদ্ধার করে। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দিলে রাত ১২ টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে সেখান থেকে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো ২০ টি ককটেল নিস্ক্রিয় করেন।


ইনচার্জ আরো জানান, প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা কাশবনের মধ্যে এসব ককটেল, ছোড়া, কাটার,  লোহার রড রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ল ইউন ককট ল

এছাড়াও পড়ুন:

৫ আগস্টের ঐক্য ম্লান হতে দেওয়া যাবে না: আদিলুর রহমান

‘‘যে কোনো দুর্বলতার সুযোগে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। আগ্রাসন কিংবা বিভিন্ন ধরনের আক্রমণ থেকে আমরা মুক্ত নই। অভ্যুত্থানে নিহত, আহত এবং সংগ্রামের মূল প্রেক্ষাপট সম্পর্কে লিখিতভাবে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ৫ আগস্ট যে ঐক্য রচিত হয়েছিল, তা কোনো অবস্থায় ম্লান হতে দেওয়া যাবে না।’’

আজ শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এ সব কথা বলেন।

এবারের বইমেলার নেরেটিভটা আলাদা উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, ‘‘জুলাইয়ের ৩৬ দিনে ছাত্র-জনতা রক্ত দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ বদলে দিয়েছে। গণমানুষের অধিকার ও অন্যায় অবিচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সে নেরেটিভের উপর দাঁড়িয়ে আজকের বইমেলা। গণমানুষের ও ছাত্রসমাজের ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’’ এ বইমেলা জুলাইয়ের ৩৬ দিনে ছাত্রজনতা যে আত্মত্যাগ তা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চসিক নির্বাহী কর্মকর্তা ও একুশে বইমেলার আহ্বায়ক শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ প্রমুখ বক্তৃতা করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত এ মেলা আজ ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়েছে, যা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে।

বইমেলাকে ঘিরে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, শিশু উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কবিতা উৎসব, মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির আলোচনা, লোক উৎসব, তারুণ্য ও ছাত্র সমন্বয় উৎসব, নারী উৎসব, বসন্ত উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, পেশাজীবী সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, চাটগাঁ উৎসবসহ নানা আয়োজন রাখা হয়েছে।

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত নিবন্ধ