বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘আগামী দিনে সংসদ কীভাবে পরিচালিত হবে, সংসদের মেয়াদ কতদিন হবে, একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন— এমন বিভিন্ন বিষয় আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। এগুলো নিয়ে মাত্রাতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। আর রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’’

তিনি আরো বলেন, ‘‘আমরা যদি শুধু নিজেদের স্বার্থের জন্য তর্কে লিপ্ত থাকি, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার।’’ 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারচ্যুয়ালি যুক্ত হতে বক্তব্য রাখেন।

আরো পড়ুন:

নঙ্গলকোটে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

ফেব্রুয়ারি মাসজুড়ে মাঠে থাকবে বিএনপি: ওয়াহাব আকন্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘বিগত ১৫ বছর জনগণের ভোট দেওয়ার উপায় ছিল না। জনগণের ভোট দেওয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়। অস্ত্র দিয়ে আমরা দেখেছি কখনো ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন। সে কারণেই আমরা দেখেছি, উন্নয়নের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। কোনোরকম জবাবদিহিতা ছিল না বলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘নির্বাচন অথবা বিচার ব্যবস্থা, প্রত্যেকটি ব্যবস্থাকে আবারো পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, দেশ তত দ্রুত আমরা উন্নত করতে পারব। বিএনপি একমাত্র দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে।’’ এ সময় দেশ পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু ও অর্থনীতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া, সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

ঢাকা/রুবেল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন ব এনপ র

এছাড়াও পড়ুন:

নির্বাচিত সরকারকে হাসিনার বিচার করার সুযোগ দিন: জালাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন বলেছেন, “একটি নির্বাচিত সরকারের হাতে নেতৃত্ব তুলে দিন এবং ফ্যাসিস্ট হাসিনার বিচার করার সুযোগ দিন। আর সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। নির্বাচনের মাধ্যমে জনগণ নিজের ভোট নিজে দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে দেশ গঠনে ভূমিকা রাখবে।”

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মো. জালাল উদ্দিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছেন, সে দফাগুলো বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিবাদ সরকারের নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলার কারণে আমাদের দলের নেতাকর্মীরা গত ১৭ বছর বাড়িতে থাকতে পারেনি। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার।”

আরো পড়ুন:

ফ্যাসিবাদের সহযোগীদের বিএনপিতে স্থান নেই: ফরিদ আহমেদ

গাজীপুরে যুবদলের শীতবস্ত্র বিতরণ

তিনি আরো বলেন, “পাশের দেশ ভারত থেকে নানা ষড়যন্ত্র চালাচ্ছে হাসিনাসহ তার সাঙ্গপাঙ্গরা। তাই ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।”

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি নেত্রী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন রিতু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান। 

ঢাকা/অমরেশ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • হাসিনা ভালো হয়নি, ভারত থেকেও দুষ্টুমি করছেন: ফখরুল  
  • দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই: তারেক রহমান
  • ড্রামের খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি
  • বাহাত্তরের সংবিধানের মূলনীতি বাতিল চায় না বিএনপি
  • নির্বাচিত সরকারকে হাসিনার বিচার করার সুযোগ দিন: জালাল
  • সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের সংবাদ মিথ্যা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আনন্দবাজারের প্রতিবেদনকে ‘বলিউডি রোমান্টিক কমেডি’ বলল প্রেস উইং