বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘আগামী দিনে সংসদ কীভাবে পরিচালিত হবে, সংসদের মেয়াদ কতদিন হবে, একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন— এমন বিভিন্ন বিষয় আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। এগুলো নিয়ে মাত্রাতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। আর রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’’

তিনি আরো বলেন, ‘‘আমরা যদি শুধু নিজেদের স্বার্থের জন্য তর্কে লিপ্ত থাকি, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার।’’ 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারচ্যুয়ালি যুক্ত হতে বক্তব্য রাখেন।

আরো পড়ুন:

নঙ্গলকোটে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

ফেব্রুয়ারি মাসজুড়ে মাঠে থাকবে বিএনপি: ওয়াহাব আকন্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘বিগত ১৫ বছর জনগণের ভোট দেওয়ার উপায় ছিল না। জনগণের ভোট দেওয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়। অস্ত্র দিয়ে আমরা দেখেছি কখনো ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন। সে কারণেই আমরা দেখেছি, উন্নয়নের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। কোনোরকম জবাবদিহিতা ছিল না বলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘নির্বাচন অথবা বিচার ব্যবস্থা, প্রত্যেকটি ব্যবস্থাকে আবারো পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, দেশ তত দ্রুত আমরা উন্নত করতে পারব। বিএনপি একমাত্র দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে।’’ এ সময় দেশ পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু ও অর্থনীতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া, সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

ঢাকা/রুবেল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন ব এনপ র

এছাড়াও পড়ুন:

রাজনীতি থেকে নেয়ার কোন সুযোগ নাই, দেয়ার সুযোগ আছে : স্বপন চৌধুরী

রাজনীতির অপর নাম সেবা। এখানে নেয়ার কোন সুযোগ নাই, দেয়ার সুযোগ আছে” এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি ও দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক  স্বপন চৌধুরী। 

শনিবার (১ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালীর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন।

এ সময় স্বপন চৌধুরী বলেন, আমাদের নেতা তারেক জিয়া বলেছেন আগামীতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। এই কঠিন পথ অতিক্রম করতে হলে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের হৃদয় জয় করতে হবে। 

জনগণের সেবা করে এবং বিপদে পাশে দাড়িয়ে তাদের মন জয় করতে হবে। তাহলেই আমরা তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পাবো। নয়তো কোনভাবেই রাষ্ট্রক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। সুতরাং আমাদের সকলকে জনগণের জন্য কাজ করতে হবে।

ইফতার সামগ্রী উপহার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস. এম আসলাম, ডি,এইচ বাবুল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফা, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ও সাগর বাবু প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ইইউ বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে: হাদজা লাহবিব
  • বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইইউ: হাদজা লাহবিব
  • আপনারা সীমাবদ্ধ সুশীল, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো পছন্দ নয়
  • বাংলাদেশ নিয়ে অমর্ত্য সেনের বক্তব্য নিয়ে যা বলছেন জামায়াতের আমির
  • অভ্যুত্থানের মর্ম ধারণ করতে ব্যর্থ সরকার
  • অভ্যুত্থানের মর্ম ধারণ করতে ব্যর্থ সরকার: আনু মুহাম্মদ
  • স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
  • রবীন্দ্রনাথ-নজরুল কেউই ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন না!
  • নতুন দলকে নতুন যে রাজনীতি দিতে হবে
  • রাজনীতি থেকে নেয়ার কোন সুযোগ নাই, দেয়ার সুযোগ আছে : স্বপন চৌধুরী