রাজবাড়ীতে গত কয়েক দিনে বেশ কয়েকজনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা বিভিন্ন জনের মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে দাবি করছে টাকা। এ কারণে ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছেন। হ্যাক হওয়া আইডির মধ্যে রাজবাড়ীর কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন।
জানা গেছে, গত কিছুদিনের মধ্যে রাজবাড়ীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তী, রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান, চিকিৎসক তাপস কর্মকার, নারী নেত্রী আঞ্জুমান আরাসহ অন্তত ১০ জনের আইডি হ্যাক হয়েছে। তাদের আইডি হ্যাক হওয়ার পর সেই আইডি থেকে বিভিন্ন জনের কাছে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানান তারা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, এ ধরনের ঘটনা তিনিও শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে, তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ সব ক
এছাড়াও পড়ুন:
ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা, চাকার নিচে পড়ে প্রাণ গেল ছোট্ট মুরসালিনের
নাটোরের লালপুরে বাবার ইঞ্জিনচালিত ট্রলির চাকার নিচে পড়ে মুরসালিন হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসালিন হোসেন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাবা পিন্টু ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় শিশু মুরসালিন ট্রলির শব্দ শুনে বাবাকে দেখার জন্য বাড়ির সামনে গেলে ট্রলির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ঘটনার পর বাবা পিন্টু মণ্ডল আহাজারি করে বলছিলেন, ‘আমি এমন একজন হতভাগা বাবা। আমার নিজের ট্রলিতে আমার বুকের ধনের মৃত্যু হলো। এই কষ্ট আমি কোনো দিন ভুলতে পারব না।’
লালপুর থানার (ওসি) নাজমুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।