চট্টগ্রামের ইমন-শামীমে দুইশ’ ছাড়ানো লক্ষ্য পেল বরিশাল
Published: 1st, February 2025 GMT
বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিনও তিন দলের মধ্যে সমীকরণের নানা যোগ-বিয়োগ ছিল। জিতলে সুপার ফোর নিশ্চিত ছিল খুলনা টাইগার্সের। হারলে নিতে হতো বিদায়। চট্টগ্রাম কিংসের জন্য ছিল রংপুরকে হটিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করার ম্যাচ। টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা দল ফরচুন বরিশাল ছিল মোহাম্মদ মিঠুনদের প্রতিপক্ষ।
ওই ম্যাচে পারভেজ হোসেন ইমন, হায়দার আলী ও শামীম পাটোয়ারির ব্যাটে ৪ উইকেটে ২০৪ রান করেছে চট্টগ্রাম। ফিফটি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা চট্টগ্রামে ওপেনার পারভেজ ইমন।
শনিবার টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ৬.
ইমন খেলেন ৪১ বলে ৭৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে আটটি ছক্কার শট আসে। তিনি চার মারেন মাত্র একটি। শেষে হায়দার ও শামীম ঝড়ো ব্যাটিং করে দলের রান দুইশ’র ওপরে নিয়ে যান। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার হায়দার ২৩ বলে ৪২ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন। শামীম ১২ বলে ৩০ রান করেন। তিনটি চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শহীদদের স্বজনের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্বজন জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
শহীদ পরিবারের শতাধিক সদস্য শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হত্যায় জড়িত ব্যক্তির গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। শহীদদের এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। অনেকের পরিবার মানবেতর জীবন পার করছে। অন্তর্বর্তী সরকার তাদের পুনর্বাসনে কোনো উদ্যোগ নিচ্ছে না। দ্রুততম সময়ে এসব দাবি পূরণ না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবারের মধ্যে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সরকার বৈঠক না করলে রাজপথে অবস্থান ও অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার এই ঘোষণা আসবে।
আজ সংবাদ সম্মেলনে অন্তত ২০ শহীদ পরিবারের সদস্য বক্তব্য দেন।