পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর গ্রামে শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। বাসের মালিক অভিযোগ করেছেন, ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে স্থানীয় যুবদল নেতা রানু বিশ্বাস বাসটি পুড়িয়ে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রানু বিশ্বাস।

অভিযুক্ত রানু বিশ্বাস একই ইউনিয়নের রুপুপর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে। তিনি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। আর ভুক্তভোগী ব্যবসায়ী এনামুল হক শংকরপুর গ্রামের নায়েব আলী প্রামাণিকের ছেলে। তিনি পুড়ে যাওয়া তামিম ট্রাভেলস নামে বাসটির মালিক। 

শনিবার ভোররাতে তিনটি মোটরসাইকেলযোগে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড় করিয়ে রাখা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। এ সময় প্রতিবেশী জাবুল প্রামাণিক, শাহীন প্রামাণিক বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের ডাকাডাকি করলে আগুন নেভাতে এগিয়ে আসে। এ ঘটনায় আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

আরো পড়ুন:

ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুট
অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ায় বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত 

পুড়িয়ে দেওয়া তামিম ট্রাভেলসের মালিক এনামুল হক বলেন, ‘‘দুই দিন আগে রানু বিশ্বাস আমার কাছে প্রতিমাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তখন আমি তাকে বলেছিলাম কিসের জন্য চাঁদা দেবো? তিনি আমাকে বলেন, চাঁদা না দিলে বাস চলতে দেওয়া হবে না, পুড়িয়ে দেওয়া হবে। এরপর গত রাতে রানু বিশ্বাসের নেতৃত্বে আমার বাস পোড়ানো হয়েছে।’’ 

মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, ‘‘বাসটিকে পেট্রোল ঢেলে এমনভাবে পোড়ানো হয়েছে, বলার ভাষা নেই। আমি সকালে শুনে ঘটনাস্থল পরিদর্শন করে সদরের ওসি ও ইউএনও স্যারকে অবগত করেছি। যারা এ অপকর্মের সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।’’ 

এ বিষয়ে অভিযুক্ত মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস বলেন, ‘‘আমার অনুরোধ আপনারা সঠিকভাবে তদন্ত করে দেখেন। তদন্ত করতে যদি কিছু খরচ হয় আমি দেবো। ওসি স্যারকেও বলেছি তদন্ত করতে। যদি আমি ওই এলাকার আশপাশে গিয়ে থাকি বা এ ঘটনার সঙ্গে আমার কোনোরকম জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে আইন আমাকে যে শাস্তি দেয় মাথা পেতে নেবো।’’ 

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার জানান, কে বা কারা আগুন দিয়েছে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে ভুক্তভোগী বাস মালিক এনামুলকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনি অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম জানান, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

ঢাকা/শাহীন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য বদল তদন ত

এছাড়াও পড়ুন:

তিন ফসলি জমিতে খাল খনন, চাষিদের প্রতিবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন ফসলি জমিতে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) খাল খনন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজিশ্বরাই ও জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় ওই খাল খনন করা হচ্ছে। ব্যক্তিমালিকানা জমিতে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই বিএডিসির খাল খননে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, বিএডিসি স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) আওতায় উপজেলার হাজিশ্বরাই ও গোপীনাথপুর এলাকায় ১ দশমিক ৫ কিলোমিটার খাল খননের কাজ শুরু করে। কৃষকদের অভিযোগ, যে জায়গায় খাল খনন করা হচ্ছে, সেগুলো ব্যক্তিমালিকানাধীন তিন ফসলি কৃষিজমি। কৃষকদের সঙ্গে কোনো আলোচনা না করে এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই এক সপ্তাহ ধরে এক্সক্যাভেটর দিয়ে ৩৩ ফুট প্রশস্ত ও ১০ ফুট গভীর করে মাটি কেটে খাল খননকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সরদার এন্টারপ্রাইজ। প্রতিবাদে কৃষকরা কয়েদিন ধরে খাল কাটার বিরোধিতার পাশাপাশি বিক্ষোভ করে আসছিলেন। 
খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে সরেজমিন এলাকা পরিদর্শন করেন ইউএনও মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, বিএডিসি চট্টগ্রাম জোনের সহকারী প্রকৌশলী (নির্মাণ) তমাল দাশ, বিএডিসি মিরসরাই (ক্ষুদ্র সেচ) উপসহকারী প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ। 

গোপীনাথপুর গ্রামের কৃষক নিজাম উদ্দিন বলেন, আগে তাদের জমিতে ছোট একটি ড্রেন ছিল। খননের ফলে এখন তা বড় খালে পরিণত হয়েছে। এতে তাঁর প্রায় ১০ শতক জমি নষ্ট হয়ে গেছে। খাল কাটার পর পাড়ে রাখা মাটি একটি চক্র রাতের আঁধারে নিয়ে বিক্রি করে দিচ্ছে। ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ইউএনও কৃষকদের আশ্বাস দিয়ে গেছেন। ক্ষতিপূরণ না পেলে তারা বৃহত্তর পরিসরে আন্দোলনে নামবেন। 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, বিএডিসি কৃষকদের জমি অধিগ্রহণ কিংবা কোনোরূপ ক্ষতিপূরণ না দিয়ে খাল খনন করে ফেলেছে। কৃষকদের ক্ষতি করে এভাবে খাল খনন করায় তারা ক্ষোভে ফুঁসছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানান তিনি। 

বিএডিসি চট্টগ্রাম জোনের সহকারী প্রকৌশলী (নির্মাণ) তমাল দাশ বলেন, কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গোপীনাথপুর গ্রামে দেড় কিলোমিটার বারোমসি ছড়া-খাল খননের প্রকল্পটি নেওয়া হয়েছিল। ৩৩ ফুট প্রশস্ত ও ১০ ফুট গভীর করে প্রায় ৬০০ মিটার খাল উতোমধ্যে খনন করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার কথা রয়েছে। খাল খনন শুরু হওয়ার পর জমির মালিকরা ক্ষতিপূরণের দাবিতে খাল খননের বিরোধিতা করছেন। কৃষকদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

ইউএনও মাহফুজা জেরিন বলেন, গোপীনাথপুর ও হাজিশ্বরাই গ্রামে ফসলি জমিতে ক্ষতিপূরণ ছাড়া খাল খননের বিষয়ে কৃষকরা অভিযোগ করেছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএডিসি প্রকৌশলীদের নিয়ে তিনি সেখানে সরেজমিন পরিদর্শন করেছেন। কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ ঘিরে বাধা-ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন
  • জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ বাতিল ও ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন
  • তিন ফসলি জমিতে খাল খনন, চাষিদের প্রতিবাদ