Risingbd:
2025-02-01@15:57:41 GMT

পাবনায় শুরু হলো একুশে বইমেলা

Published: 1st, February 2025 GMT

পাবনায় শুরু হলো একুশে বইমেলা

উৎসবমুখর পরিবেশে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।

আরো পড়ুন:

সংস্কৃতি উপদেষ্টা
বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর

বইমেলা শুরু, এখনো চলছে সাজসজ্জা

অমর একুশে বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা.

আহমেদ মোস্তফা নোমানর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেনারেল হাসপাতারের সহকারী পরিচারক ডা. রফিকুল হাসান।

স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখক, প্রকাশক ও পাঠকদের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নতুন নতুন বইয়ের প্রকাশনী উৎসব থাকছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল

এছাড়াও পড়ুন:

সরকারি কদম রসুল কলেজে উৎসবমূখর পরিবেশে তারুণ্য মেলা অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে ধারণ করে  ২৯ ও ৩০ জানুয়ারি-২০২৫ খ্রি. রোজ বুধ ও বৃহস্পতিবার সরকারি কদম রসুল কলেজ ক্যাম্পাসে ২ দিনব্যাপি ‘তারুণ্যের মেলা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়।

উক্ত মেলা ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সরকারি কদম রসুল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর রওশন আক্তার ম্যাডাম(১৬তম বিসিএস)।

তিনি সরকারি কদম রসুল কলেজের সকল শিক্ষক-কর্মচারি,  মেলায় আগত বিভিন্ন স্টল এর স্বত্বাধিকারী এবং বিপুল সংখ্যক  দর্শনার্থীদের উপস্থিতিতে বেলুন, ফানুস ও শান্তির প্রতীক পায়রা  উড়িয়ে  এই তারুণ্য মেলা ও সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন।

সরকারি কদম রসুল কলেজের তরুণ ছাত্র উদ্যোক্তা  ছাড়াও চাষাড়া,বন্দর ও নারায়নগঞ্জের  আশেপাশের এলাকার তরুণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এবং সকল বয়সের নারী-পুরুষ, শিশু, কিশোর,তরুণ,যুবক ও  ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারি ও  শ্রেণী পেশার মানুষের  অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর ও প্রাণচাঞ্চলে ভরপুর হয়ে ওঠে।প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়। 

মেলা প্রাঙ্গণে আগত বিভিন্ন স্টল ও দোকানগুলোতে বিশেষ করে জামদানি শাড়ির স্টল, পিঠা ও কেক এর স্টল, ফাস্টফুড ও ডেজার্ট ফুডের স্টল,কোমল পানীয় এবং অর্গানিক ফুডের স্টল,ফুলের দোকানের স্টল,হোমমেড ফুডের স্টল,ফুচকার স্টল, মিষ্টান্ন দ্রব্যের স্টল,স্থানীয় নামিদামি খাবারের ব্র্যান্ডের স্টল,ব্যাগ ও কসমেটিক্স এর স্টল, কলেজের যুব রেড ক্রিসেন্ট এর স্টল, বৈষম্য বিরোধী ছাত্রদের বইমেলার স্টল  এবং অন্যান্য খাবারের দোকান গুলোতে দর্শনার্থী ও ক্রেতাদের প্রচুর ভীর লক্ষ্য করা যায়।  

'বন্দরের অক্সফোর্ড' খ্যাত সরকারি কদম রসুল কলেজে এরকম একটি ব্যতিক্রমী ও সুশৃংখল মেলার আয়োজন দেখে কলেজের শিক্ষক কর্সচারি, ছাত্র/ছাত্রী অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় এবং এজন্য তারা সরকারি কদম রসুল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর রওশন  আক্তার  স্যার এবং মেলার সার্বিক তত্ত্বাধানের সাথে সংশ্লিষ্ট অন্যান্য  শিক্ষক-কর্মচারিদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা  জানান।

এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে  নতুন নতুন ছাত্র ও তরুণ উদ্যোক্তা তৈরিতে এরকম মেলা আরো বেশি করে আয়োজন করা উচিত বলে মেলায় আগত দর্শনার্থী ও অভিভাবকগণ  মতামত ব্যক্ত করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • পাবিপ্রবি ছাত্রলীগের নেতাকে পুলিশে সোপর্দ
  • সরকারি কদম রসুল কলেজে উৎসবমূখর পরিবেশে তারুণ্য মেলা অনুষ্ঠিত
  • মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজে  ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ