বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’র তৃতীয় নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত
Published: 1st, February 2025 GMT
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ এর তৃতীয় নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসের সঞ্চালনায় সভায় আলোচনা করেন সম্মেলনের প্রধান অতিথি কবি গোলাম কিবরিয়া পিনু, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি প্রদীপ সরকার, সমমনা’র সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য দুলাল সাহা, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু, জেলা কমিটির সদস্য দীপঙ্কর দে, জেলা কমিটির সহ-সভাপতি হাবিব সিদ্দিকী, সদস্য রাশিদা বেগম প্রমূখ।
আলোচকগণ বলেন, নানান দিক থেকে সংস্কৃতির ওপর আক্রমণ আসছে। নারী স্বাধীনতা বিরোধী এবং ধর্মীয় বিভেদ সৃষ্টিকারি একটা সাম্প্রদায়িক সংস্কৃতি চালু করার চেষ্টা চলছে। জাতিগত ইতিহাস ও ঐতিহ্য ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িক সংস্কৃতি সামনে নিয়ে আসা হচ্ছে।
উগ্র ধর্মান্ধতা, জাত-পাত, আঞ্চলিকতা, বর্ণবাদ ও পাহাড়ী-বাঙালির বিভেদ তৈরি করে চিরস্থায়ী এক হিংসাত্মক পরিবেশ গড়ে তোলা হচ্ছে। লালন আখড়ায় হামলা, মাজারে হামলা, ভিন্ন ধর্ম ও আদিবাসীদের বাড়িঘরে হামলা তার জলন্ত উদাহরণ।
আজ অনেকেই ৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৮-৬৯ এর গণঅভ্যুত্থান ও ৭১ এর মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা করছেন। বিজ্ঞান চেতনা বিরোধী ধর্মভিত্তিক মধ্যযুগীয় পুরোনো ধারণার স্বৈরতান্ত্রিক সংস্কৃতি সমাজে চাপিয়ে দেবার আয়োজন চলছে।
আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চাই। এ সাংস্কৃতিক আন্দোলনে সকল বিজ্ঞানমনস্ক প্রগতিশীল ও গণতান্ত্রিক সংস্কৃতি কর্মীদের ঐক্য চাই।
তৃতীয় জেলা সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয় বিকাল ৩টায়। প্রথমে প্রধান অতিথি উদ্বোধন ঘোষণা করেন। এর পর শোক প্রস্তাব পাঠ করেন মাকসুদা ইয়াসমিন। দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের পর বিষয় নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে জেলার সাংগঠনিক রিপোর্ট ও অর্থ রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস। রিপোর্টের ওপর প্রতিনিধিরা আলোচনা করেন। রিপোর্ট গ্রহণের পর বিষয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে দুলাল সাহা প্রস্তাবিত কমিটির নাম পড়ে শোনান।
কমিটি নির্বাচন শেষে প্রধান অতিথি কবি গোলাম কিবরিয়া পিনুর বক্তব্যের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন শেষ হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব শুরু হয় সন্ধ্যা ৬টায়। এ পর্বে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করেন। এরপর আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।
তৃতীয় নারায়ণগঞ্জ জেলা সম্মেলনে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত করা হয়। নির্বাচিত কমিটির সভাপতি হলেন জাকির হোসেন, সহ-সভাপতি শহিদুল আলম নান্নু, শ.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল কম ট র স সদস য প রগত
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে সাংবাদিক জয়ের উপর হামলা, টেলিভিশন এসোসিয়েশনের নিন্দা
যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয়ের উপর দূর্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত শুক্রবার (৩১ জানুয়ারী) এক যৌথ বিবৃতিতে বলেন, আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন জয় র্র্দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন।
আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করছি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা।
আমরা মনে করি, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিকরা অনিরাপদ ও হুমকির সম্মুখিন হয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবী জানাই।