কথায় আছে, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে ভালোবাসতে একটা ব্যতিক্রম পদ্ধতি বের করেছেন তামান্না ভাটিয়া। তবে এটা প্রথম নয়। তিনি এর আগেও বডি পজিটিভিটি নিয়ে কথা বলেছেন। এবার জানালেন তিনি নিজেকে ভালোবাসতে প্রতিদিন কী করেন।

মাসুম মিনাওয়ালাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তামান্না জানান, নিজেকে ভালোবাসতে তিনি একটি ব্যতিক্রম পদ্ধতি খুঁজে বের করেছেন। আর সেটা তিনি প্রতিদিনই করেন।

তামান্না বললেন, ‘আমি আমার শরীরকে খুব ভালোবাসি। টানা কাজ করার পর আমি রাতে বাসায় ফিরে স্নান করি। সেই সঙ্গে আমার শরীরের প্রতিটা অংশকে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু কেন করব না? আমি জানি আমার শরীর প্রতিদিন কত কিছু সহ্য করে। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।’

এদিন তিনি আরও জানান, একটা সময় শরীর নিয়ে তাকে কেমন দেখতে লাগছে সেগুলো নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন। ইনস্ট্যান্ট বলিউডকে অভিনেত্রী একবার জানিয়েছিলেন ছোটবেলায় তাকে রোগা এবং ফিট বলা হতো। তখন তার কাছেই সেটা সৌন্দর্যের সংজ্ঞা ছিল। এমনকি ছবিতে কেমন দেখতে লাগছে তাকে বা কী সেটা নিয়েও তিনি নিজের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা বানিয়েছিলেন। কিন্তু পরে ক্রমে ক্রমে বোঝেন এগুলোর একটা সময় পর্যন্ত বাস্তবতা আছে। নিজের প্রতি ভালো লাগা তৈরি করে না এগুলো।

‘আজ কী রাত’ গানটি হিট হওয়ার পর তিনি তার শরীরকে ভালোবাসতে শুরু করেছেন। বুঝেছেন তিনি যা যেমন সেভাবেই সুন্দর। সেভাবেই গ্রহণ করে তিনি ভালো আছেন।

প্রসঙ্গত, তামান্না ভাটিয়াকে শেষবার ‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। আগামী তাকে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে দেখা যাবে। এছাড়া ‘ওদেলা ২’ ছবিতেও দেখা যাবে তাকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারতকে রুখে দেওয়ার পুরস্কার র‍্যাঙ্কিংয়ে পেলেন হামজারা

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে রুখে দেওয়ার পর র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন হামজা চৌধুরীরা।

আজ প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ।

তখন এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় লাল–সবুজের জার্সিধারীরা। ২০২৩ সালে অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস ১৮৩ নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে বাংলাদেশ। গত বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট আটবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এই সময়ে বাংলাদেশ ১৮৪ আর ১৮৫ এর ঘরেই আটকা ছিল৷

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ভুটান।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালে ফুটবল খেলা দেশগুলোর মধ্যে এমন শক্ত অবস্থানে ছিল তাঁরা। এরপর নিয়মিত বিরতিতে মাঠের পারফরম্যান্স পড়তির দিকে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ে গ্রাফটাও নিম্নমুখী হতে থাকে৷ ২০১৮ সালে বাংলাদেশ নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৯৭ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন উন্নতির দিনে একধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ১২৭তম অবস্থানে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ধরে রেখেছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলের হারানো আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৮.৯১।

আর্জেন্টিনার পরেই আছে স্পেন। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্প্যানিশরা। চারে ইংল্যান্ড, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচে।

সম্পর্কিত নিবন্ধ