কথায় আছে, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে ভালোবাসতে একটা ব্যতিক্রম পদ্ধতি বের করেছেন তামান্না ভাটিয়া। তবে এটা প্রথম নয়। তিনি এর আগেও বডি পজিটিভিটি নিয়ে কথা বলেছেন। এবার জানালেন তিনি নিজেকে ভালোবাসতে প্রতিদিন কী করেন।

মাসুম মিনাওয়ালাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তামান্না জানান, নিজেকে ভালোবাসতে তিনি একটি ব্যতিক্রম পদ্ধতি খুঁজে বের করেছেন। আর সেটা তিনি প্রতিদিনই করেন।

তামান্না বললেন, ‘আমি আমার শরীরকে খুব ভালোবাসি। টানা কাজ করার পর আমি রাতে বাসায় ফিরে স্নান করি। সেই সঙ্গে আমার শরীরের প্রতিটা অংশকে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু কেন করব না? আমি জানি আমার শরীর প্রতিদিন কত কিছু সহ্য করে। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।’

এদিন তিনি আরও জানান, একটা সময় শরীর নিয়ে তাকে কেমন দেখতে লাগছে সেগুলো নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন। ইনস্ট্যান্ট বলিউডকে অভিনেত্রী একবার জানিয়েছিলেন ছোটবেলায় তাকে রোগা এবং ফিট বলা হতো। তখন তার কাছেই সেটা সৌন্দর্যের সংজ্ঞা ছিল। এমনকি ছবিতে কেমন দেখতে লাগছে তাকে বা কী সেটা নিয়েও তিনি নিজের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা বানিয়েছিলেন। কিন্তু পরে ক্রমে ক্রমে বোঝেন এগুলোর একটা সময় পর্যন্ত বাস্তবতা আছে। নিজের প্রতি ভালো লাগা তৈরি করে না এগুলো।

‘আজ কী রাত’ গানটি হিট হওয়ার পর তিনি তার শরীরকে ভালোবাসতে শুরু করেছেন। বুঝেছেন তিনি যা যেমন সেভাবেই সুন্দর। সেভাবেই গ্রহণ করে তিনি ভালো আছেন।

প্রসঙ্গত, তামান্না ভাটিয়াকে শেষবার ‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। আগামী তাকে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে দেখা যাবে। এছাড়া ‘ওদেলা ২’ ছবিতেও দেখা যাবে তাকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরের শীর্ষ মাদক কারবারি মো. আলী বাস ডাকাত দলের আঞ্চলিক কমান্ডার  

বন্দরের উত্তরাঞ্চলের শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আলী অন্তরালে গড়ে তুলেছে এক  ভয়ঙ্কর সংঘবদ্ধ ডাকাত দল। মোহাম্মদ আলী যাত্রীবাহী বাস ডাকাত দলের আঞ্চলিক কমান্ডার।

তার নিয়ন্ত্রণে চালিয়ে যাচ্ছে র‌্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি। ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ এলাকায় গত দেড় মাসে যাত্রীবাহী বাসে পৃথক তিনটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে এ বাহিনী।  

অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ও দুই প্রবাসী সহ  তিন ব্যবসায়ীকে বাস থেকে টেনে হেঁচড়ে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে প্রায় দেড় কোটি টাকা লুটে নেয়ার ঘটনা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে মোহাম্মদ আলী।

দুই দিনের রিমান্ড শেষে গত বৃহস্পতিবার তাকে  আদালতে প্রেরণ করা হয়। গত ১৪ জানুয়ারি দিন দুপুরে প্রকাশ্যে ২১ লাখ টাকা সহ দুই প্রবাসীকে বাস থেকে  টেনে হেঁচড়ে  নামানোর  ধারণকৃত  একটি  ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে পুলিশের।

ধারণকৃত ওই ভিডিওতে থাকা শহিদুল ইসলাম মাঝি (৫৪), নেসার উদ্দিন বাচ্চু (৫২) ও বাবুল (৪০) নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে  বলে জানিয়েছেন মামলার তদন্তকারি অফিসার এসআই জহিরুল ইসলাম।

জানাগেছে, আবু হানিফ (৩৫) ও রাজিব ভূঁইয়া (৩৫) দুই প্রবাসী গত ১৪ জানুয়ারি ডুবাই থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তারা একটি প্রাইভেটকার যোগে বাইতুল মোকাররম মার্কেটে এসে ডলার ভাঙ্গান। তার পর  রাজধানী ফ্লাইওভার থেকে এশিয়া লাইন (১৪-৭৫৩৩) যাত্রীবাহী  বাসে উঠে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন তারা ।

দুপুর আড়াই টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন জাঙ্গাল এলাকায় আব্দুল মোনেম লিমিটিড গেইটের সামনে বাসটি পৌঁছালে একটি সাদা রংয়ের হাইয়েজ বাসটি গতিরোধ করে ৩/৪ জন লোক র‌্যাবের কটি পরিহিত অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে।

এরপর ডাকাতরা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসী রাজিব ভূইয়া ও আবু হানিফের  বিরুদ্ধে মামলা আছে বলে বাস থেকে নামিয়ে ডাকাতদের ব্যবহৃত হাইয়েজ গাড়িতে তুলে।

এসময়  প্রবাসীদের সঙ্গে থাকা কালো ও বুলু রংয়ের ব্যাগে থাকা নগদ  ৫ হাজার  ব্রিটিশ পাউন্ড,  ২ হাজার  অস্ট্রেলিয়ান পাউন্ড,২টি মোবাইল ফোন, ৩টি পাসপোর্ট সহ ২১ লাখ টাকার মালামাল জোর পূর্বক ছিনিয়ে নিয়ে তাদেরকে ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।  

এঘটনায় প্রবাসী আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।  গত ৪ জানুয়ারি কুমিল্লা দেবিদ্ধারের মৃত চাঁন মিয়ার ছেলে রফিকুল ইসলাম(৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ৬৫ লাখ নিয়ে এশিয়া লাইন পরিবহনে  ঢাকা আসার পথে লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছালে  র‌্যাব পরিচয়ে বাস নামিয়ে একই কায়দা সর্বস্ব লুটে নিয়ে ডাকাতদল।

 ২০২৪ সালের ২৮ অক্টোবর রাতে চট্রগ্রাম সদর থানার ২২ গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে চন্দন রায় (৫৩) ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিলেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ পৌঁছালে ৪০ ভরি স্বর্ণালঙ্কার সহ  হানিফ পরিবহন থেকে নামিয়ে নিয়ে যায় ডাকাতরা।  পরে ব্রিজের নিচে ফেলে রেখে গেলে  স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন,  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে  র‌্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ৩ টি ডাকাতির ঘটনায়  আঞ্চলিক কমান্ডার মোহাম্মদ আলী সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনটি ঘটনা ঘটিয়েছে বলে রিমান্ডে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করে তারা। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ