Risingbd:
2025-02-01@16:02:11 GMT

ঢাবিতে হিজাব র‌্যালি

Published: 1st, February 2025 GMT

ঢাবিতে হিজাব র‌্যালি

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো হিজাব র‍্যালি করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে র‍্যালি শুরু করা হয়। র‌্যালিটি টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

হিজাব র‍্যালির আয়োজন করে ‘প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া, ঢাকা ইউনিভার্সিটি‘।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত বলেন, “যেকোনো বিষয়ে জানার জন্য আমাদের তার পেছনের ইতিহাস জানা সবচেয়ে জরুরি। আমরা যেমন দেখছি, জুলাই অভ্যুত্থানের মাত্র কয়েক মাসের মধ্যে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডার শিকার হয়েছি, ইতিহাস বিকৃত করা হচ্ছে। আমরা যদি আমাদের ইতিহাস না জানি, তাহলে এই হিজাব ডে আস্তে আস্তে হারিয়ে যাবে।”

বিশ্ব হিজাব দিবস শুরুর ইতিহাস তুলে ধরে মিশকাতুল জান্নাত বলেন, “চার বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ বিশ্ব হিজাব দিবস ঘিরে কিছু ইভেন্ট করেছে। তবে, সার্বিকভাবে এটা এখনো বাংলাদেশে পপুলার না।”

আয়োজকরা বলেন, “আমরা যারা ফ্যাসিবাদের আমলে হিজাব-নিকাব পরেছি, তারা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছি। শুধু হিজাব-নিকাবই নয়, ভাইয়েরা যারা দাড়ি রাখত, টুপি পরত, তারা বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা।”

ঢাকা/সৌরভ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাস আটকে জাবি ছাত্রদল নেতার ক্ষতিপূরণ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের অন্তত ১০টি বাস আটকে রেখে ক্ষতিপূরণ দাবি করেন। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার আত্মীয়ের প্রাইভেটকারে ধাক্কা দেওয়ার অভিযোগে তারা এ দাবি করেন।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তবে ঘটনাস্থলে সেলিম রেজার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাস আটকাতে শুরু করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে ‘ক্ষতিপূরণের আশ্বাসে’ মধ্যরাতে বাসগুলো ছেড়ে দেন তারা।

বাস আটকের বিষয়ে সেলিম রেজা জানান, আশুলিয়ার বলীভদ্র এলাকায় বৃহস্পতিবার তার আত্মীয় ও বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মুরাদের প্রাইভেটকারে ধাক্কা দেয় রাজধানী পরিবহনের একটি বাস। প্রাইভেটকারের লুকিং গ্লাসসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে তারা কয়েকজন রাজধানী পরিবহনের দুটি বাস বিশমাইল গেইটে সড়কের এক পাশে সরিয়ে রাখেন। ক্ষতিপূরণের জন্য বাসের লাইনম্যানকে ফোন করা হলে, তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

তিনি আরো জানান, কয়েকটি বাস সড়কের একপাশে সরিয়ে রাখা হয়েছিল। কোনো বাস আটক করা হয়নি। পরে বাস কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

তবে জাহিদ হাসান নামে আটক করা একটি বাসের চালক বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই চার-পাঁচজন এসে বাস থামিয়ে, চাবি নিয়ে চলে যান। এ সময় তারা বাসগুলো রাস্তায় আড়াআড়ি করে রাখতে বলেন।”

এ বিষয়ে জাবি প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনার বিস্তারিত জেনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ