বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালো ভারত
Published: 1st, February 2025 GMT
ভারতের পার্লামেন্টে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট উত্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার এই বাজেট পেশ করেছেন।
এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ২১ লাখ কোটি রুপি করা হয়েছে। গত বছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৫ দশমিক ৯৪ লাখ কোটি রুপি। এর মধ্যে মূলধনী ব্যয়ের জন্য ১ দশমিক ৭২ লাখ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে, যা দেশের অভ্যন্তরে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম নির্মাণে ব্যয় হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ও ‘মেড ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে আরো গতি দেবে।
এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর। অর্থমন্ত্রী জানিয়েছেন, ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। এই ঘোষণায় বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বাজেটে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করা হয়েছে। শহর পুনর্নির্মাণের জন্য ১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। রেল খাতে, ৪০ হাজার সাধারণ ট্রেনের কামরাকে হাই স্পিড ‘বন্দে ভারত’ কামরায় রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে এবং তিনটি বড় রেল করিডর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতিই বাজেটে প্রতিফলিত হয়েছে। মধ্যবিত্ত কর প্রদানকারী, বেতনভোগী কর্মীদের বড় সুবিধা দেবে এবারের বাজেট।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিফলে বিজয়ের সেঞ্চুরি, মোহামেডানকে জেতালেন ‘বিতর্কিত’ হৃদয়
সেই পুরনো বৃত্তে ডিপিএল আয়োজনের অভিযোগ উঠেছে। আম্পায়ার ও ম্যাচ রেফারির সঙ্গে বাজে আচরণ করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। অথচ অজানা কারণে কমিয়ে দেওয়া হয় তার নিষেধাজ্ঞা। কীভাবে নিষেধাজ্ঞা কমল তা নিয়েও আছে ধোঁয়াশা।
‘বিতর্কিত’ ওই হৃদয় এবং অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে গুলশান ক্রিকেট ক্লাবকে ডিপিএলের সুপার লিগে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপের এনামুল হক বিজয় সেঞ্চুরি করলেও ১০ রানের জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড।
বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৪৭.৪ ওভারে ২২৪ রান করে অলআউট হয়ে যায় গুলশান। দলটির লোয়ার মিডল অর্ডার ব্যাটার শাকিল হোসেন ৫৭ রান করেন। জবাবে মোহামেডান ৪৬.৪ ওভারে জয় তুলে নেয়। চারে নেমে হৃদয় ৮৫ বলে ৬২ রান করেন। রিয়াদ ১০৩ বলে ৭১ রান করে আউট হন। আরিফুল ২৫ রান করে ম্যাচ জেতান।
শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী ১৬ বল থাকতে ২৪৯ রান করে অলআউট হয়। দলটির ওপেনার শাহরিয়ার কমল ১০০ বল খেলে ৯৫ রান করেন। পারভেজ ইমন ও মিডলে মেহরব হোসেন ৪৫ করে রান যোগ করেন। জবাব দিতে নেমে এনামুল হক বিজয় লিস্ট ‘এ’ ক্রিকেটের ৫১তম সেঞ্চুরি তুলে নেন। তিনি খেলেন ১১৩ বলে ১০৮ রানের ইনিংস।
দলের অন্যরা ব্যর্থ হওয়ায় হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপের হয়ে ওয়াসি সিদ্দিকী দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন। শামসুর রহমান ২৭ রান যোগ করেন। তাদের ধসিয়ে দিতে মৃত্যুঞ্জয় চৌধুরী ৩টি এবং রিপন মন্ডল ও মোসাদ্দেক দুটি করে উইকেট নেন।