এনামুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই
Published: 1st, February 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই। শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগে এনামুল হক বিজয়ের নাম আসায় তাকে দেশত্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে।
দিনভর এই খবর নিয়ে নানা জল্পনা ছড়ায়। রাইজিংবিডিকে দেওয়া সাক্ষাৎকারে, স্পট ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করে তার সম্মান নষ্ট করার দাবি করেন এনামুল হক। সন্ধ্যায় বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এনামুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই। এরকম কোনো নির্দেশনা তারা পায়নি এবং দেয়নি। এদিকে বোর্ড জানিয়েছে, এসিইউকে তদন্তে সহায়তা করার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করবে।
বিস্তারিত আসছে …
আরো পড়ুন:
রাজশাহীকে হটিয়ে মিরাজে চড়ে প্লে অফে খুলনা
ফিক্সিংয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমি বিব্রত, কষ্ট পাচ্ছি: বিজয়
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়ন্স লিগে আজ ‘মাদ্রিদ ডার্বি’
পাসপোর্ট, ভিসার ঝামেলা নেই, এয়ার ট্রাভেলের ঝক্কি নেই; ঠিক এসব কারণেই ম্যানসিটিকে হারানোর শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদকেই চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এমবাপ্পে। পরে আনুষ্ঠানিক ড্রতেও দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যেই ম্যাচ পড়ে। আজ রাতে কোয়ার্টারে ওঠার সেই লড়াইয়ের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে এসে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ।
একই শহরের পাশাপাশি দুটি ক্লাবের মধ্যকার ম্যাচ ঘিরে চ্যাম্পিয়ন্স লিগেও মাদ্রিদ ডার্বির উত্তেজনা বইছে। এই তো গত মাসের ৯ তারিখেই দু’দল মুখোমুখি হয়েছিল লা লিগায়। ১-১ গোলে সেই ম্যাচের উত্তেজনাও ভাগাভাগি হয়ে যায়। তা ছাড়া দু’দিন আগেই রিয়াল বেটিসের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে ভুলে গেলে চলবে না, এটা লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগ। আর সেখানে রিয়াল মাদ্রিদ মানেই রাজকীয় কিছু।
এ পর্যন্ত স্বদেশি এই প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৯ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে পাঁচবার তারা নকআউট পর্বের লড়াইয়ে নেমেছে। রেকর্ড বলছে, কোনোটিতেই সফল হয়নি অ্যাতলেটিকো। পাঁচবারই তাদের বিদায় করে পরের রাউন্ডে গিয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড এটাও বলছে, চ্যাম্পিয়ন্স লিগে শেষ দু’বারের দেখায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।