বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমাস বলেছেন, আওয়ামী দুঃশাসন আমলে যারা গুম, খুন, লুটপাট এবং দুর্নীতিতে জড়িত ছিল এখনো অনেকে বহাল তবিয়তে আছে।

জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। তাদেরকে গ্রেপ্তার করে দ্রত বিচারের আওতায় আনতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি )সকালে বান্টি বাজারে আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়ন জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 মুহাম্মদ হাফিজুর রহমান আরোও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে গুম হওয়া অনেকে এখনো ফিরে আসেনি। গুম হওয়াদের পরিবারের সদস্যরা এখনো তাদেরকে ফিরে পাবার আশা নিয়ে অশ্র ঝড়াচ্ছে, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, আহতরা এখনো হাসপতালে কাতরাচ্ছে।

অথচ এত অপরাধ করার পরেও ফ্যাসিস্টদের সহযোগীরা সবাই এখনো গ্রেপ্তার হয়নি। তাদেরকে দ্রত গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে তারা আবারো গুম খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে। 

দুপতারা ইউনিয়ন আমীর মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন মাসুদ, দুপতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, আড়াইহাজার উত্তর উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম, আড়াইহাজার দক্ষিণ উপজেলা আমীর মাওলানা হাদিউল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী আকরাম হোসাইন, মোতাহার হোসাইন প্রমূখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ আওয় ম ল গ ইসল ম

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও একটি এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা এমব্রয়ডারি কারখানায়ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘এই টাকা দিলে মান-সম্মান থাকে?’ বলা সেই ওসিকে বদলি
  • শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নদী ভাবনা
  • সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ
  • আড়াইহাজার থানার সেই ওসি এনায়েত অবশেষে বদলি
  • স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী
  • বন্দর থানা (মহানগর) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • স্ত্রীকে হত্যার পর ছুরি হাতে লাশের পাশে বসেছিলেন রব মিয়া
  • পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • আড়াইহাজারে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক
  • নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে