বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল নেতা নিহত
Published: 1st, February 2025 GMT
নাঙ্গলকোটে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে হাজী সেলিম উদ্দিন ভূঁইয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। শনিবার আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত সেলিম উদ্দিন ভূঁইয়া (৫০) হেসাখাল ইউনিয়ন দায়েমছাতী গ্রামের বাসিন্দা। তিনি হেসাখাল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল শনিবার। এ দিন বিকাল ৩টার দিকে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলন হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় শোডাউন দেয় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। শোডাউনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।
সম্মেলন শেষে আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করে বাঙ্গড্ডা পশ্চিম বাজার পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাদের ওপর হামলা চালায় মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। হামলায় অন্তত ৫জন আহত হয়েছেন। তাদের মধ্যে সেলিম উদ্দিন ভূঁইয়া নিহত হয়েছেন। তাৎক্ষণিক বাকিদের পরিচয় জানা যায়নি।
কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক এ কে এম সায়েম মজুমদার শিপু বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার রায়কোট দক্ষিণ ইউনিয়ন বাসন্ডা গ্রামে সামিজিক একটি অনুষ্ঠানে দাওয়াত ছিল। দাওয়াত শেষে গফুর ভূঁইয়া তাকে (শিপু) বলেন কাকৈরতলা অফিসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বিকেলে। মতবিনিময় সভায় আসার পথে বিএনপির অপরপক্ষ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম উদ্দিন ভূঁইয়া।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের ভাষ্য, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সম্মেলন সুন্দরভাবেই সফল হয়েছে। কোনো মারামারির ঘটনা ঘটেনি। সেলিম উদ্দিনের নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চাঁদাবাজি নিয়ে আগে কিছু হয়েছে কিনা জানি না।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক জানান, সেলিম উদ্দিন ভূঁইয়া নামে একজনের মৃত্যুর কথা শুনেছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ ব এনপ ম ব শ ব র আলম ভ ন ত কর ম র সমর থ ত ব এনপ র সদস য
এছাড়াও পড়ুন:
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল নেতা নিহত
নাঙ্গলকোটে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে হাজী সেলিম উদ্দিন ভূঁইয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। শনিবার আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত সেলিম উদ্দিন ভূঁইয়া (৫০) হেসাখাল ইউনিয়ন দায়েমছাতী গ্রামের বাসিন্দা। তিনি হেসাখাল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল শনিবার। এ দিন বিকাল ৩টার দিকে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলন হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় শোডাউন দেয় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। শোডাউনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।
সম্মেলন শেষে আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করে বাঙ্গড্ডা পশ্চিম বাজার পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাদের ওপর হামলা চালায় মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। হামলায় অন্তত ৫জন আহত হয়েছেন। তাদের মধ্যে সেলিম উদ্দিন ভূঁইয়া নিহত হয়েছেন। তাৎক্ষণিক বাকিদের পরিচয় জানা যায়নি।
কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক এ কে এম সায়েম মজুমদার শিপু বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার রায়কোট দক্ষিণ ইউনিয়ন বাসন্ডা গ্রামে সামিজিক একটি অনুষ্ঠানে দাওয়াত ছিল। দাওয়াত শেষে গফুর ভূঁইয়া তাকে (শিপু) বলেন কাকৈরতলা অফিসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বিকেলে। মতবিনিময় সভায় আসার পথে বিএনপির অপরপক্ষ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম উদ্দিন ভূঁইয়া।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের ভাষ্য, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সম্মেলন সুন্দরভাবেই সফল হয়েছে। কোনো মারামারির ঘটনা ঘটেনি। সেলিম উদ্দিনের নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চাঁদাবাজি নিয়ে আগে কিছু হয়েছে কিনা জানি না।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক জানান, সেলিম উদ্দিন ভূঁইয়া নামে একজনের মৃত্যুর কথা শুনেছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।