সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ স্কুলছাত্র নিখোঁজ
Published: 1st, February 2025 GMT
সিরাজগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোড় নদীতে গোসলে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৬)। নিখোঁজ সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় আব্দুল মমিন বলেন, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ছয়জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে উঠে আসে।
আরো পড়ুন:
বিদ্যালয়ে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু, ৮ শিক্ষক বরখাস্ত
মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীর গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না। রাজশাহী ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। খুব শিগগির তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
ঢাকা/রাসেল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, উদ্ধার ৯
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নদী থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাটে ঘটনাটি ঘটে। রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় করে বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন যাত্রীরা। মাঝ নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নদীতে পড়ে যাওয়া যাত্রীরা চেচামেচি শুরু করেন। পরে আশেপাশে থাকা যাত্রীবাহী ও ইঞ্জিনচালিত নৌকা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ৯ জনকে উদ্ধার করে।
আরো পড়ুন:
কেসিসির সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার
বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২
স্থানীয়রা বাল্কহেডটি আটক করতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে শহরের বরফকল ঘাট পর্যন্ত তাড়া করে। তবে, বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্য আকরাম বলেন, “দুর্ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।”
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, “ডুবে যাওয়া নৌকার যাত্রীরা আশপাশে থাকা অন্য নৌকার সহায়তায় উদ্ধার হন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। নৌকাটিতে মাঝিসহ ৯ জন ছিলেন বলে জানা গেছে।”
ঢাকা/অনিক/মাসুদ