বিশ্ব ইজতেমায় ৬৩ যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত
Published: 1st, February 2025 GMT
বিশ্ব ইজতেমার ময়দান ও এর আশপাশের এলাকা মুসলমানদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।
বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আজ ৬৩টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি-এর নিয়ম অনুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এজন্য আগে থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।”
আরো পড়ুন:
যেভাবে তৈরি করবেন ‘ডেস্টিনেশন ওয়েডিং’ প্ল্যান
বিয়ের আগে পরিবার কথা বলবে না কি ছেলেমেয়ে?
আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। পরে বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশে উপস্থিত মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছিটিয়ে দেওয়া হয়।
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ ব ইজত ম
এছাড়াও পড়ুন:
শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, উদ্ধার ৯
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নদী থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাটে ঘটনাটি ঘটে। রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় করে বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন যাত্রীরা। মাঝ নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নদীতে পড়ে যাওয়া যাত্রীরা চেচামেচি শুরু করেন। পরে আশেপাশে থাকা যাত্রীবাহী ও ইঞ্জিনচালিত নৌকা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ৯ জনকে উদ্ধার করে।
আরো পড়ুন:
কেসিসির সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার
বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২
স্থানীয়রা বাল্কহেডটি আটক করতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে শহরের বরফকল ঘাট পর্যন্ত তাড়া করে। তবে, বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্য আকরাম বলেন, “দুর্ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।”
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, “ডুবে যাওয়া নৌকার যাত্রীরা আশপাশে থাকা অন্য নৌকার সহায়তায় উদ্ধার হন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। নৌকাটিতে মাঝিসহ ৯ জন ছিলেন বলে জানা গেছে।”
ঢাকা/অনিক/মাসুদ