৪৩ বছরে সবচেয়ে বড় হার শ্রীলঙ্কার
Published: 1st, February 2025 GMT
গলে শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) বৃষ্টির জন্য শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দুই সেশনের খেলা বাতিল হয়। তাতে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো দাবি করে বৃষ্টির জন্য তৃতীয় দিনেই হারতে হয়নি স্বাগতিকদের। চতুর্থ দিনে ভাগ্যদেবী লঙ্কানদের প্রতি সদয় না হওয়ায় আর বৃষ্টি হলো না। ধনাঞ্জয়া ডি সিলভার দলও নূন্যতম লড়াই করতে ভুলে গেল। তাতেই নিজেদের ৪৩ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হলো তাদের।
আজ (১ ফেব্রুয়ারি, ২০২৫) চতুর্থ দিনে দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। তাতেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২৪২ রানে হেরে গেছে শ্রীলঙ্কা। প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামা ম্যাথু কুনেম্যান দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ধসিয়ে দেন স্বাগতিক ব্যাটিং লাইন-আপ।
শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের এটাই সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। এর আগে ২০১২ সালে মেলবোর্নে ইনিংস ও ২০১ রানের জয় পেয়েছিল তারা। লঙ্কানদেরও এতো বড় হারের রেকর্ড নেই। এর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে ইনিংস ও ২৩৯ রানে হেরেছিল তারা।
আরো পড়ুন:
বুড়ো বয়সে সেঞ্চুরিতে দ্বিতীয় খাজা
অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা, নতুন মুখ দিনুশা
শ্রীলঙ্কা আজ দিন শুরু করেছিল ৫ উইকেট ১৩৬ রান নিয়ে। ক্রিজে ছিলেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল (৬৩) ও কুশল মেন্ডিস (১০)। তবে আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করতে পারেন চান্ডিমাল। ৭২ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে চান্ডিমাল আউট হন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ ১৬৫ রান।
ফলে অস্ট্রেলিয়া ৪৮৯ রানের লিড পায়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। তারা গুটিয়ে যায় মাত্র ২৪৭ রানে। কুনেম্যান ৯ উইকেটের সাথে নাথ্যান লায়ন দুই ইনিংসে নিয়েছেন ৭ উইকেট।
তবে বোলাররা নয় ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নিয়ে ২৩২ রানের ইনিংস খেলে ক্যাঙ্গারুদের জয়ের নায়ক উসমান খাজা। সাথে স্টিভেন স্মিথ ও জস ইগলিসের শতকে ভর করে অস্ট্রেলিয়া তোলে ৬৭৪ রান।
এই গলেই আগামী ৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ
সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। এর আগে আমরণ অনশন শুরু করে কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, তিতুমীর কলেজের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করছে কলেজের শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা আমরণ অনশন শুরু করেন। এসময় শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানান।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর সাত দফা দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিগত ২৮ বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের সরকারের পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা আবারও নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করেন তারা।