গলে শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) বৃষ্টির জন্য শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দুই সেশনের খেলা বাতিল হয়। তাতে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো দাবি করে বৃষ্টির জন্য তৃতীয় দিনেই হারতে হয়নি স্বাগতিকদের। চতুর্থ দিনে ভাগ্যদেবী লঙ্কানদের প্রতি সদয় না হওয়ায় আর বৃষ্টি হলো না। ধনাঞ্জয়া ডি সিলভার দলও নূন্যতম লড়াই করতে ভুলে গেল। তাতেই নিজেদের ৪৩ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হলো তাদের।

আজ (১ ফেব্রুয়ারি, ২০২৫) চতুর্থ দিনে দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। তাতেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২৪২ রানে হেরে গেছে শ্রীলঙ্কা। প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামা ম্যাথু কুনেম্যান দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ধসিয়ে দেন স্বাগতিক ব্যাটিং লাইন-আপ।

শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের এটাই সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। এর আগে ২০১২ সালে মেলবোর্নে ইনিংস ও ২০১ রানের জয় পেয়েছিল তারা। লঙ্কানদেরও এতো বড় হারের রেকর্ড নেই। এর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে ইনিংস ও ২৩৯ রানে হেরেছিল তারা।

আরো পড়ুন:

বুড়ো বয়সে সেঞ্চুরিতে দ্বিতীয় খাজা

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা, নতুন মুখ দিনুশা

শ্রীলঙ্কা আজ দিন শুরু করেছিল ৫ উইকেট ১৩৬ রান নিয়ে। ক্রিজে ছিলেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল (৬৩) ও কুশল মেন্ডিস (১০)। তবে আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করতে পারেন চান্ডিমাল। ৭২ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে চান্ডিমাল আউট হন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ ১৬৫ রান।

ফলে অস্ট্রেলিয়া ৪৮৯ রানের লিড পায়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। তারা গুটিয়ে যায় মাত্র ২৪৭ রানে। কুনেম্যান ৯ উইকেটের সাথে নাথ্যান লায়ন দুই ইনিংসে নিয়েছেন ৭ উইকেট।

তবে বোলাররা নয় ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নিয়ে ২৩২ রানের ইনিংস খেলে ক্যাঙ্গারুদের জয়ের নায়ক উসমান খাজা। সাথে স্টিভেন স্মিথ ও জস ইগলিসের শতকে ভর করে অস্ট্রেলিয়া তোলে ৬৭৪ রান।

এই গলেই আগামী ৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ

প্রতিবারের মতো এ বছরও কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ রচনা প্রতিযোগিতা বিশ্বের অন্যতম পুরনো একটি রচনা প্রতিযোগিতা। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ এ প্রতিযোগিতায় আবেদন অংশ নেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২০২৫ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ মিলবে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।

আরও পড়ুনঅক্সফোর্ডের উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আইইএলটিএসে ৭–এ আবেদন১৪ ডিসেম্বর ২০২৪

৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক কমনওয়েলথ–এর এই রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণ করার সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারবেন জয়ীরা। এই বিশেষ পুরস্কার বিতরণীতে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে। এই রচনা লিখতে কোনো বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুননেদারল্যান্ডসে পড়তে যাওয়ার ৫ কারণ০৭ অক্টোবর ২০২৩

রচনা লিখতে হবে ইংরেজিতে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টপিকের ওপর রচনা লিখতে হবে। একজন সর্বোচ্চ একটি টপিকের ওপরই রচনা লিখতে পারবে। রচনার টাইটেল, বাচনভঙ্গি, শব্দচয়ন-নিজের মতো করে লিখতে পারবে। জুনিয়র ক্যাটাগরির জন্য রচনা সর্বোচ্চ ৭৫০ শব্দের হতে পারবে, সিনিয়র ক্যাটাগরির জন্য ১৫০০ শব্দের। রচনা অনলাইনে জমা দিতে হবে। নিজের লেখা রচনা অনলাইনে জমা দিতে হবে। এক জনের অথবা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া যাবে।

*জুনিয়র ক্যাটাগরি

বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)

*সিনিয়র ক্যাটাগরি

বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)

*রচনা জমার শেষ সময়

২৩ মে ২০২৫ সাল

*রচনা জমা দেওয়ার গাইডলাইন ও অনলাইনে রচনা জমা দিতে ভিজিট করুন।

আরও পড়ুনউচ্চশিক্ষার জন্য চীনে যেতে চান, জেনে রাখুন কিছু বিষয়২৪ অক্টোবর ২০২৩

সম্পর্কিত নিবন্ধ

  • ঘাটতির শঙ্কায় রাজস্ব আদায় নিয়ে অর্থমন্ত্রণালয়ের উদ্বেগ
  • আজ টিভিতে যা দেখবেন (৩ এপ্রিল ২০২৫)
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, সেলসের অভিজ্ঞতা থাকতে হবে
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ, আবেদন শেষ ৩ এপ্রিল
  • সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি
  • থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড
  • কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (২ এপ্রিল ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)
  • গোপন সদকা