অমর একুশে বইমেলায় এ এস এম এনামুল হক প্রিন্সের কাব্যগ্রন্থ “জোছনা ছুঁয়ে যায়” বের হয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের একজন রোমান্টিক কবিতার সাধক এ এস এম এনামুল হক প্রিন্স। তার কবিতায় উঠে এসেছে মানুষের জীবনের প্রত্যাশা ও অচরিতার্থতার বেদনাবোধ। কবিতা যদি মানবিক আবেদনে পরিপূর্ণ হয় তা পাঠকের হৃদয়তন্ত্রীতে টান না মেরে পারে না। সাহিত্যের রোমান্টিক কথামালা সত্যের উত্তাপে খাটি মানবতাবাদী বাংলা কবিতার বিশাল ভুবনে লেখালেখির ভান্ডারে এ এস এম এনামুল হক প্রিন্সের অসংখ্য কবিতা। তিনি একাধারে কবি, সাংবাদিক, সংগঠক, প্রাবন্ধিক, সম্পাদক, প্রকাশক এবং রোমান্টিক সাহিত্যের আলোচিত ব্যক্তি। এ এস এম এনামুল হক প্রিন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ১৯৭০ সালে ১১ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতা ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ এবং মাতা রেজিয়া বেগম।


শিক্ষাজীবনে বিএ, বিএড সম্পন্ন করেন। তিনি সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার সহ- সম্পাদক এং বর্ণ সাহিত্যপত্র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্য, সাংবাদিকতা, সংগঠক ও সমাজ সেবার জন্য অর্ধশতাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।


এ এস এম এনামুল হক প্রিন্স দীর্ঘদিন যাবৎ কবিতার সাথে বসবাস। লিখে চলছেন এখনও বিভিন্ন পত্র- পত্রিকা ও লিটলম্যাগ গুলোতে। প্রকৃতিপ্রেমী এ লেখক প্রেমের কবিতাই লিখতে পছন্দ করেন বেশি। তাই তার কবিতা লেখা তাকে প্রেমের কবি হিসেবে পরিচিতি দিলেও বিভিন্ন সময়ে ফুটে ওঠে শব্দময় আলো-ছায়ার খেলা। সেই আলো-ছায়ায় দেখতে পাই কবির সে-সব কবিতা। যা অপনারা এই বইতে পাবেন। তার অনেক পঙক্তির মধ্যে আছে, ধমনির উষ্ণ রক্ত সঞ্চালনে টের পাই তোমার উপস্থিতি। তার লেখা কবিতার সংখ্যা তিন শতাধিক। প্রবন্ধ, ফিচার, নিবন্ধ ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।


তিনি ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ সাহিত্য সম্পাদক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কোষাধ্যক্ষ, আনন্দধাম সাহিত্য পরিচালক, ব্যাংকার সুলতান উদ্দিন আহমেদ ফাউন্ডেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), হাসিনা অটিজম চাইল্ড কেয়ার উপদেষ্টা, সাবিলা ফাউন্ডেশন সহ-সভাপতি, সাহিত্য রিপোর্টার্স ক্লাব সভাপতিসহ অর্ধশত সংগঠনের সহিত জড়িত রয়েছে। সাহিত্য সাংবাদিকতাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে অর্ধশতাধিক। সামাজিক কর্মকান্ডে সমাজকর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। ৬৪ পৃষ্ঠার কাব্যগ্রন্থে ৫৬টি কবিতা রয়েছে। রোমান্টিক কবিতা ৪৬টি, মাকে নিয়ে কবিতা ২টি, চব্বিশের জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ৩টি, স্বাধীনতা নিয়ে ১টি, বিজয় নিয়ে কবিতা ১টি, একুশের কবিতা ১টি, বৈশাখের কবিতা ১টি, বসন্ত নিয়ে কবিতা ১টি স্থান পেয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সাব্বির সেন্টু’র উপন্যাস গ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’র মোড়ক উম্মোচন

 

২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত সাব্বির আহমেদ সেন্টুর উপন্যাস গ্রন্থ "স্বপ্নভরা দুটি চোখ" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৫ম তলাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।

ছড়াকার ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতার প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সহ ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামালউদ্দিন বারী। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

বিশেষ আলোচক হিসেবে ছিলেন সুরকার,গীতিকার ও কন্ঠশিল্পী এস এ শামীম,বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ফরিদ আহমেদ রবি।

স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার।

অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক নাফিজ আশরাফ,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, কবি ও লেখিকা লিজা কামরুন্নাহার,ব্যবসায়ী ও সমাজ সেবক ফেরদৌস আলম ভূইয়া মিঠু,কবি ও ছড়াকার চঞ্চল মেহমুদ কাশেম,ছড়াকার নজরুল ইসলাম শান্তু,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেলী আক্তার,সাধারণ সম্পাদক মোমেন ইসলাম,ঢাকা বিভাগীয় সভাপতি সেলিনা সুলতানা  শিউলি, সাপ্তাহিক সত্যের পাতা’র সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, কবি ও চিত্রশিল্পী শম্পা ইসলাম মিনা,কবি ডাঃ বশির আহাম্মেদ তুষার,নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের আহবায়ক কাজী আনিসুল হক হীরা,ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান,সম্মিলিত নাট্যকর্মী জোট,নারায়ণগঞ্জ এর সিনিয়র সহ-সভাপতি মেহফুজুর রহমান,নাট্য পরিচালক এম এ মালেক, নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,টিভি ও মঞ্চ অভিনেতা খালিদ সাইফুল্লাহ, কবি আবুল কালাম আজাদ,হারুনুর রশীদ সাগর, এস এ বিপ্লব, ওমর ফারুক আল মামুন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন ও সোনিয়া আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. রুমন রেজা বলেন,নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাব্বির আহমেদ সেন্টু অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। তার দীর্ঘ দিনের অভিজ্ঞতার ঝুলি রয়েছে সেই ঝুলি থেকে অনেক গল্প,উপন্যাস,ছড়া,কবিতার বই প্রকাশ করে যাচ্ছে। এখন যা হচ্ছে এগুলো তার সেই কষ্টের ফসল। আমার দৃঢ় বিশ্বাস সেন্টু একদিন ভাল কিছু করবে।

সম্পর্কিত নিবন্ধ

  • শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, উদ্ধার ৯
  • জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন
  • ছাত্রলীগের কর্মসূচিকে প্রতিহত করতে মহানগর বিএনপির বিক্ষোভ 
  • শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবল যাত্রীবাহী নৌকা
  • বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’র তৃতীয় নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • ফ্যাসিস্টদের সহযোগীরা গুম, খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে : হাফিজুর
  • রূপগঞ্জে সাংবাদিক জয়ের উপর হামলা, টেলিভিশন এসোসিয়েশনের নিন্দা
  • অমর একুশে বইমেলায় লিজা কামরুন্নাহারের দু’টি বই
  • সাব্বির সেন্টু’র উপন্যাস গ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’র মোড়ক উম্মোচন