নাটোরের সিংড়ায় মসজিদের সিঁড়িতে ওসমান গনি বাবু নামে এক চাল ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিটি আহতের কোমরের নিচে লেগেছে। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ওসমান গনি বাবু একই গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে। তিনি চাল ব্যবসায়ী।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত
গোপালগঞ্জে ‘সমন্বয়ক’ আখ্যা দিয়ে হামলা, আহত ৮
ওসি আসমাউল হক জানান, আজ ভোর ৬টার দিকে ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই পেছন থেকে তাকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় একটি গুলি তার কোমরের নিচে লাগে। পরে মসজিদের অন্য মুসুল্লিদের চিৎকার শুনে বাবুর স্বজনরা ঘটনাস্থলে আসেন। তারা বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”
তিনি আরো বলেন, “ওসমান গনি বাবুকে কে বা কারা কী কারণে গুলি করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।”
ঢাকা/আরিফুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত মসজ দ র
এছাড়াও পড়ুন:
জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন
নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাড়া বালুর মাঠস্থ পিজা বার্গ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
সভায় সকলের সম্মতিতে ডা. মো. মুজিবুর রহমানকে সভাপতি ও মাহাবুব রহমানকে সিনিয়র সহ-সভাপতি কমিটির সহ-সভাপতি এবং মোকাদ্দেস আলী মজুমদার শাহীন সহ-সভাপতি এবং ডা. ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক ৪সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মতবিনিময় সভায় ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।