গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স খাতে দেশের সেরা ব্র্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফ্রাঞ্জাইজি ঢাকা ক্যাপিটালসের সাত সদস্যের প্রতিনিধিদল। তাদের মধ্যে ছিলেন— ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, ব্যাটার লিটন দাস, সাব্বির রহমান ও তানজিদ তামিম, পেসার মুস্তাফিজুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার আতিক ফাহাদ ও ম্যানেজার সাইফ।

শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিস থেকে হেলিকপ্টারে চড়ে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আসেন ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং কর্মকর্তারা।

হেডকোয়ার্টার্সে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের ক্যাবলস ও ফ্রিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করে অত্যন্ত মুগ্ধ হন। 

এরপর অতিথিরা ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেন। সবমিলিয়ে সারা দিন আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে ঢাকা ক্যাপিটালস দলের প্রতিনিধিদল। 

ঢাকা/সাহেল/রফিক 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য প ট লস

এছাড়াও পড়ুন:

জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন

নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাড়া বালুর মাঠস্থ পিজা বার্গ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। 

সভায় সকলের সম্মতিতে ডা. মো. মুজিবুর রহমানকে সভাপতি ও মাহাবুব রহমানকে সিনিয়র সহ-সভাপতি কমিটির সহ-সভাপতি এবং মোকাদ্দেস আলী মজুমদার শাহীন সহ-সভাপতি এবং ডা. ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক ৪সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

মতবিনিময় সভায় ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ