Samakal:
2025-02-01@13:54:22 GMT

নতুন প্রেমে মজেছেন আমির খান

Published: 1st, February 2025 GMT

নতুন প্রেমে মজেছেন আমির খান

দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বলিউড অভিনেতা আমির খানের বিবাহবিচ্ছেদ ঘোষণা অবাক করেছিল সবাইকে। এরপর ২৬ বছরের ছোট অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ায় অভিনেতার। এবার শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন আমির খান। শুধু তাই নয়, তৃতীয় বিয়ের জন্যও নাকি তিনি প্রস্তুতি নিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মিস্টার পারফেকশনিস্টের মনে নাকি নতুন কেউ এন্ট্রি নিয়েছে! তবে সেই নারী সিনেমার অঙ্গনের কেউ নন।

কিরনের সাথে ডিভোর্সের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন অভিনেতা। এরপর গুঞ্জন উঠে ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ায় অভিনেতার। যদিও সেটারও সত্যতা পাওয়া যায়নি। এবার আমিরের সঙ্গে নাম জড়ালো এক রহস্যময়ীর!

ফিল্মফেয়ারের এক খবরে বলা হয়েছে, আমিরের সঙ্গে ওই নারীর সম্পর্ক নাকি বেশ গভীর! বলিউড তারকার নতুন প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানিয়েছে সেই সূত্র।

ফিল্মফেয়ারের প্রতিবেদনে ওই সূত্র জানিয়েছেন, আমিরের রহস্যময় সঙ্গী বেঙ্গালুরুর বাসিন্দা। আমাদের অবশ্যই তাদের গোপনীয়তাকে সম্মান করতে হবে এবং ব্যক্তিগত বিবরণ প্রকাশ করা উচিত নয়। তবে আমি আপনাকে বলতে পারি যে আমির সম্প্রতি ভদ্রমহিলাকে তার পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। বৈঠকটি খুব ভাল হয়েছে।

১৯৮৬ সালে ভালোবেসে রীনা দত্তকে বিয়ে করেন আমির। এই দম্পতির দুই সন্তান- জুনায়েদ ও ইরা খান। ইতিমধ্যেই মেয়ের বিয়ে দিয়েছেন আমির। ছেলেও বলিউডে আত্মপ্রকাশ করেছে। আমির খান ও রিনার বিয়ে ভাঙে ২০০২ সালে।

এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের একমাত্র সন্তান আজাদ। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেন দুজনে। শেষ হয় আমিদের দ্বিতীয় বিয়েও। যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই আমিরের সুসম্পর্ক বজায় রয়েছে। কিরণ এখনও আমিরের পরিবারের অংশ। ছেলেকে একসঙ্গে মানুষ করছেন দুজনে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র খ ন

এছাড়াও পড়ুন:

ফের মধুমিতা সিনেমা হল বন্ধের ঘোষণা

একের পর এক দেশের সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা আগেই বন্ধের ঘোষণা দিয়েছিলেন। এবার সিনেমা না থাকার কারণে প্রেক্ষাগৃহটি চিরতরে বন্ধের ঘোষণা দিলেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

মধুমিতার কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ গণমাধ্যমকে জানান, আগামী ঈদের পর সিনেমা হলটি চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রেক্ষাগৃহটি একেবারে বন্ধ করে দেওয়ার কারণ ব্যাখ্যা করে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “দুই মাস ধরে হল বন্ধ রয়েছে। আর কোনোভাবে চালানো সম্ভব হচ্ছে না। অন্তর্বর্তী সরকারও তো কিছু করছেন না। মাসের পর মাস লোকসান দিয়ে চালাচ্ছি। এভাবে তো চলতে পারে না। যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি।”

আরো পড়ুন:

এ ধরনের ঘটনা ঘটবে কেন, মমর অকপট প্রশ্ন

মৌসুমী কাউকে ফাঁসিয়ে যায়নি: ওমর সানী

৫৭ বছরের পুরোনো প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মোটেও সুখকর নয়। বাধ্য হয়েই এমন পদক্ষেপ নিয়েছেন। ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “৫৭ বছর ধরে সিনেমা চালাচ্ছি। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। বন্ধ করেই দিতে হচ্ছে। রোজার ঈদে সিনেমা চালাব, কোরবানি ঈদেও চালাতে পারি এরপর একেবারে বন্ধ করে দেব।”

উৎসব ছাড়া তো সিনেমা চলে না, দর্শক আসে না উল্লেখ করে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “দেশি-বিদেশি কোনো সিনেমাই চলছে না। শুধু সিঙ্গেল স্ক্রিনই নয়, মাল্টিপ্লেক্সেরও তো একই অবস্থা। তাদেরও তো এখন কোনো সিনেমা সেভাবে চলছে না।”

গত বছরের নভেম্বরে মধুমিতা হলে মুক্তি পায় ‘দরদ’ সিনেমা। মধুমিতায় এটি সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর দুই মাস ধরে হলটি বন্ধ রয়েছে; কোনো সিনেমা মুক্তি পায়নি। হল বন্ধ রেখে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান ইফতেখার উদ্দিন নওশাদ।

ঐতিহ্যবাহী মধুমিতা হল ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তা জানিয়ে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “এটা ভেঙে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে আমার তো ইচ্ছে আছে এখানে মাল্টিপ্লেক্স করার।”

১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হলের উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • সাবিনা ইয়াসমীন আইসিইউতে
  • গাজীপুরে ডাকাতি: হাত-পা বেঁধে অস্ত্রের মুখে লুটপাট
  • তুরাগ তীরে ইবাদতে মশগুল মুসল্লিরা, আখেরি মোনাজাত কাল
  • বিশ্ব ইজতেমায় দুই দিনে ৩ মুসল্লির মৃত্যু 
  • কেমন আছেন সাবিনা ইয়াসমীন
  • ‘চাচা হেনা কোথায়?’ –কোথা থেকে এলো এই কথা
  • বিশ্ব ইজতেমা শুরু, মুসল্লিতে পরিপূর্ণ তুরাগ তীর
  • চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ: সেই চালকের আমৃত্যু কারাদণ্ড
  • ফের মধুমিতা সিনেমা হল বন্ধের ঘোষণা