নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন নেতাকর্মী দেখলেই গণধোলাই দেওয়া হবে হুঙ্কার দিয়েছে আবু মাসুম নামে এক যুবদল নেতা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সমু মার্কেট ৩’শ ফুট সড়কে ছাত্রলীগ ও আওয়ামীলীগের কর্মসূচী রূখতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে যুবদল নেতা এমন হুঙ্কার দেন। ১লা ফেব্রুয়ারী আওয়ামীলীগ ও ছাত্রলীগ সারাদেশে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন। আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মসূচীতে প্রতিরোধ করতে যুবদল নেতা আবু মাসুম ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। 


এসময় আবু মাসুম বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। তাদের বিশৃঙ্খলা রূখতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ৩’শ ফুট সড়ক ও বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ য বদল ন ত আওয় ম ল গ ন ত কর ম

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ