রূপগঞ্জে ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা যুবদল নেতার
Published: 1st, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন নেতাকর্মী দেখলেই গণধোলাই দেওয়া হবে হুঙ্কার দিয়েছে আবু মাসুম নামে এক যুবদল নেতা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সমু মার্কেট ৩’শ ফুট সড়কে ছাত্রলীগ ও আওয়ামীলীগের কর্মসূচী রূখতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে যুবদল নেতা এমন হুঙ্কার দেন। ১লা ফেব্রুয়ারী আওয়ামীলীগ ও ছাত্রলীগ সারাদেশে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন। আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মসূচীতে প্রতিরোধ করতে যুবদল নেতা আবু মাসুম ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
এসময় আবু মাসুম বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। তাদের বিশৃঙ্খলা রূখতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ৩’শ ফুট সড়ক ও বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ য বদল ন ত আওয় ম ল গ ন ত কর ম
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’