বিএনপি নেতা কসাই লিটনের বিরুদ্ধে রূপগঞ্জে সংবাদ সম্মেলন
Published: 1st, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৃণমূল বিএনপি নেতা লিটন ওরফে কসাই লিটন ও তার দুই ছেলে আসাদুজ্জামান রাসেল ও আমির হামজা রানা মিয়ার জিম্মীদশা থেকে বাচঁতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচলের সমু মার্কেট রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কসাই লিটনের বোন রোকেয়া ইয়াছমিন ও মাহমুদা খাতুন, স্থানীয় বাসিন্দা সিরাজ খন্দকার ও সাহেলা বেগম প্রমূখ।
এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রফিকুল ইসলাম লিটন তৃণমূল বিএনপির সক্রীয় নেতা ছিলেন। লিটন ও তার দুই ছেলে আসাদুজ্জামান রাসেল ও আমির হামজা মিলে প্লট জালিয়াতি ও ভূয়া কাগজ বানিয়ে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে শতশত কোটি টাকার মালিক বনে গেছেন। কসাই লিটন বাড়িয়াছনি এলাকার সালেহা বেগমের ৫ কাঠা, সিরাজ খন্দকারের ৮ শতাংশ জমি, রোকেয়া বেগমের ৩ কাঠার প্লটসহ জাল কাগজে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তাদের কাছে জিম্মী বাড়িয়াছনি এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার। কসাই লিটন ও তার দুই ছেলের জিম্মীদশাথেকে মুক্তি পেতে ভুক্তভোগীরা রূপগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের সহযোগীতা চায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ র পগঞ জ ল টন ও
এছাড়াও পড়ুন:
হৃদয়ের আবার শাস্তি হাস্যকর, বলেছেন তামিম
তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে নাটক যেন থামছেই না। সর্বশেষ সে নাটকে যোগ দিয়েছেন এ মৌসুমে অসুস্থ হয়ে মাঠ ছাড়ার আগে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম ইকবালসহ মোহামেডান এবং অন্যান্য কয়েকটি দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
আজ দুপুরে মিরপুরের একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনার পর তামিমের নেতৃত্বে ক্রিকেটাররা বিসিবি কার্যালয়ে আলোচনায় বসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। সেখানে ছিলেন বিসিবির আরও দুই পরিচালক ক্রিকেট পরিচলনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।
দীর্ঘ সভা শেষে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!’
বিস্তারিত আসছে..